North 24 Parganas News: গাড়ি উল্টে মাঝ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ল এই বস্তু, ছুটে এলেন বাসিন্দারা, তারপর যা ঘটল...
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
গাড়ি উল্টে মাঝ রাস্তায় বিছিয়ে গেল এই বস্তু, এলাকাবাসী এসে যা করল
উত্তর ২৪ পরগনা: গাড়ি উল্টে মাঝ রাস্তায় বিছিয়ে গেল এই বস্তু, এলাকাবাসী এসে যা করল। কলকাতা থেকে মিনাখাঁর মালঞ্চ এলাকার দিকে যাওয়ার সময় বাসন্তী হাইওয়ের উপরে উল্টে গেল গাড়ি। আর ওই গাড়ি ভর্তি ছিল চিংড়ি ও বাগদা মাছের মাছে। কলকাতা থেকে বাসন্তী হাইওয়ের উপর দিয়ে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁর ঘুসিঘাটা এলাকায় আসতেই চাকা বাস্ট করে সেখানে উল্টে যায় ১০৭ গাড়িটি।
গাড়ি উল্টে যাওয়ার ফলে বাসন্তী হাইয়ের উপরে বাগদা চিংড়ি মাছ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। দূর থেকে দেখলে মনে হবে রাস্তার উপরেই মাছের স্তুপ। এভাবে রাস্তায় মাছ বিছিয়ে থাকার ফলে অবরুদ্ধ হয়ে যায় রাস্তা, শুরু হয় যানজটও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় লাউগাছি বিট হাউসের পুলিশ।
advertisement
advertisement
ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার মানুষও। তড়িঘড়ি মাছ সংগ্রহ করতে হাত লাগায় সাধারণ মানুষ, বেলচা দিয়ে সেই মাছগুলি উদ্ধার করে আবার ট্রাকে তুলে দেয় এলাকাবাসী৷ তবে এই ঘটনায় তেমন ছোট দুর্ঘটনা না ঘটলেও গুরুতর আহত হন গাড়ির চালক।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
তবে পুলিশের পথ নিরাপত্তা বিষয়ক এত সচেতনতার পরেও রাস্তায় গাড়ির পূর্ণাঙ্গ সুরক্ষা না নিয়ে কিভাবে গাড়ি চলল ও ক্রমগত দিনের পর দিন দুর্ঘটনা বেড়ে যাওয়ার ফলে দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে বাসন্তী হাইওয়ে।
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 07, 2025 7:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: গাড়ি উল্টে মাঝ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ল এই বস্তু, ছুটে এলেন বাসিন্দারা, তারপর যা ঘটল...
