স্কুলের ভগ্নদশায় যত্রতত্র স্কুলের সিমেন্টের চাঁই ভেঙ্গে পড়ছে, খসে পড়ছে দেওয়ালের পলেস্তারা। স্কুলের অবস্থা এতটাই খারাপ, যে কোনও সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনাটি উত্তর ২৪ পরগণা জেলার হিঙ্গলগঞ্জের স্বরুপকাটি প্রাইমারি স্কুল এর ঘটনা। বেশ কয়েকদিন ধরেই স্কুলের ছাদের চাঙর ভেঙে পড়ছে। একইভাবে বর্ষার জল জমে মেঝেতেও জলমগ্ন অবস্থা।
advertisement
ছাতা মাথায় দিয়ে স্কুল করছে ছাত্র-ছাত্রীরা যাতে কিছুটা হলেও রক্ষা হয়। যদিও ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের দাবি যতদিন স্কুল সারান না হবে ততদিন এবার থেকে স্কুলে ছেলেমেয়েদের আর পাঠাবে না। স্কুলের এই অবস্থা স্বীকার করে নিল প্রধান শিক্ষক।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি বলেন, “বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে কিন্তু কোনও কাজ হয়নি। স্কুলের বেহাল অবস্থার জন্য একপ্রকার ভয়ে ভয়ে ক্লাস করতে হয়। সব মিলিয়ে স্কুলের ভগ্নদশা কাটিয়ে কবে ফিরবে হাল! পথ চেয়ে ছাত্রছাত্রী, স্কুল শিক্ষক সহ অবিভাবকরা।”
জুলফিকার মোল্যা