Barasat Medical College: ক্যানসার হোক বা থ্যালাসেমিয়া...! বারাসাত মেডিক্যাল কলেজের চিকিৎসা পরিষেবায় বিরাট বদল, এবার আর অত্যাধুনিক সুবিধা পেতে ছুটতে হবে না বেসরকারি হাসপাতালে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Barasat Medical College: ক্যানসারের চিকিৎসা খুঁজতে আর দৌড়াতে হবে না বেসরকারি চিকিৎসা কেন্দ্র বা কলকাতার সেন্ট্রাল ল্যাবে।
উওর ২৪ পরগনা: ক্যানসারের চিকিৎসা খুঁজতে আর দৌড়াতে হবে না বেসরকারি চিকিৎসা কেন্দ্র বা কলকাতার সেন্ট্রাল ল্যাবে। এবার জেলার বারাসাত মেডিক্যাল কলেজে উন্নত প্রযুক্তির পরীক্ষাগারেই নির্ণয় হবে ক্যানসার, থ্যালাসেমিয়া সহ বিভিন্ন জটিল শারীরিক পরীক্ষার। জেলা হাসপাতাল থেকে রাজ্য সরকারের উদ্যোগে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রূপান্তরিত হয়েছে বারাসাতের গুরুত্বপূর্ণ এই হাসপাতাল।
সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হলেও, পুরানো পদ্ধতিকে কাজে লাগিয়েই এতদিন চলছিল চিকিৎসা ও রোগীদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা। বিভিন্ন হরমোনাল পরীক্ষা করা হত প্রাচীন ‘এলাইজা’ পদ্ধতিকে কাজে লাগিয়ে। তবে, এবার থেকে সম্পূর্ণ বিনামূল্যে এ ধরনের পরীক্ষায় ব্যবহৃত হতে চলেছে অত্যাধুনিক পদ্ধতি ‘ইলেক্ট্রো কেমলুমিনেশন’ প্রক্রিয়া। এর আগে এ ধরনের পরীক্ষার জন্য সেন্ট্রাল ল্যাব অথবা বেসরকারি সংস্থার দ্বারস্থ হতে হত রোগী সহ রোগী পরিজনদের।
advertisement
advertisement
এবার থেকে এই সব পরিষেবায় মিলবে উত্তর ২৪ পরগনা জেলার অন্যতম ব্যস্ত মেডিক্যাল কলেজ বারাসাতে। বারাসাত মেডিক্যাল কলেজের একাডেমিক ভবনের পরীক্ষা কেন্দ্রে এদিন ট্রায়ালের সময় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সুহৃতা পাল, এমএসভিপি অভিজিৎ সাহা, বিভিন্ন সিনিয়র ল্যাব টেকনিশিয়ান সহ জুনিয়র চিকিৎসকেরাও। ল্যাব টেকনিশিয়ান ও জুনিয়র চিকিৎসক সহ পড়ুয়াদের মেশিনের কাজ সম্পর্কেও যাবতীয় তথ্য প্রদান করেন প্রিন্সিপাল ও এমএসডিপি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বারাসাত মেডিক্যাল কলেজের এমএসভিপি অভিজিৎ সাহা বলেন, “এবার থেকে সমস্ত ধরনের পরীক্ষা করা সম্ভব হবে এই মেডিক্যাল কলেজে। প্রধানত বিভিন্ন থ্যালাসেমিয়া, ক্যানসারের মত মরণাপন্ন ব্যাধিগুলির পরীক্ষার ক্ষেত্রেও আর অন্যত্র যেতে হবে না। সমস্তটাই বিনামূল্যে বারাসাত মেডিক্যাল কলেজের পক্ষ থেকে পরিষেবা দেওয়া সম্ভব হবে সাধারণ মানুষের উদ্দেশ্য। অত্যাধুনিক এই চিকিৎসা পদ্ধতি চালু হওয়ায় জেলার মানুষ বাড়তি সুবিধা পাবেন চিকিৎসা ক্ষেত্রে বলেই মনে করা হচ্ছে।”
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 12, 2025 5:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat Medical College: ক্যানসার হোক বা থ্যালাসেমিয়া...! বারাসাত মেডিক্যাল কলেজের চিকিৎসা পরিষেবায় বিরাট বদল, এবার আর অত্যাধুনিক সুবিধা পেতে ছুটতে হবে না বেসরকারি হাসপাতালে