উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউটের ছাত্ররা পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে ‘সিড বল’ তৈরি ও ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। সিড বল হল একটি বিশেষ ধরনের মাটির বল, যার ভেতরে বিভিন্ন গাছের বীজ রাখা হয়। এটি সহজে শুকিয়ে যায় এবং সঠিক সময়ে বৃষ্টি পেলে অঙ্কুরোদ্গম ঘটে।
আরও পড়ুন: এইভাবেও হারানো ছেলেকে রিটার্ন পাওয়া যায়! অবাক লাগলেও চমৎকারের সাক্ষী থাকল কোচবিহারের পরিবার
advertisement
কোন বিশেষ যত্ন ছাড়াই এটি নতুন গাছ জন্মাতে সাহায্য করে। বর্ষা আসার আগেই ইতিমধ্যে সে কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমে ছাত্ররা পরিত্যক্ত জমি, রাস্তার পাশে ও স্কুলের চারপাশে সিড বল ছড়িয়ে দিচ্ছে। শিক্ষকেরা তাদের এই কাজে সহযোগিতা করছেন ও পরিবেশবিষয়ক জ্ঞান দিচ্ছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এতে শুধু পরিবেশের উপকার হচ্ছে না, বরং ছাত্রছাত্রীদের মধ্যেও পরিবেশ-সচেতনতা, দলগত কাজের চেতনা ও প্রকৃতির প্রতি ভালবাসা জন্মাচ্ছে। এই উদ্যোগের ফলে প্রাকৃতিক বৃক্ষরোপণ সম্ভব হচ্ছে, যা পরিবেশ রক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ছোট ছোট এই প্রচেষ্টাই ভবিষ্যতে একটি সবুজ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে সাহায্য করবে।
জুলফিকার মোল্যা





