North 24 Parganas News: এইভাবেও হারানো ছেলেকে রিটার্ন পাওয়া যায়! অবাক লাগলেও চমৎকারের সাক্ষী থাকল কোচবিহারের পরিবার

Last Updated:

কলকাতার মেলার ভিড়ে হারিয়ে গেছিল কোচবিহারের যুবক

+
যুবককে

যুবককে পরিবারের হাতে তুলে দিল এলাকাবাসী 

উত্তর ২৪ পরগনা: এক বছর আগে মেলায় হারিয়ে যাওয়া কোচবিহারের যুবককে উদ্ধার করে ঘরে ফেরাল সুন্দরবনের যুবকরা। জানা যায়, প্রায় এক বছর আগে কোচবিহার জেলার এক যুবক কয়েকজন স্থানীয় যুবকদের সঙ্গে কলকাতার রামকালি নামে এক মেলায় ঘুরতে আসেন। মেলার ভিড়ের মধ্যে তিনি হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। পরিবারের লোকজন ও সঙ্গীরা বহু খোঁজ করেও তার কোন সন্ধান পাননি। নিখোঁজ অবস্থাতেই কেটে যায় এক বছর।
এদিকে, মানসিক ভারসাম্য হারিয়ে ওই যুবক ঘুরতে ঘুরতে চলে আসেন উত্তর ২৪ পরগণা জেলার সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত বরুণহাট এলাকায়। তাঁকে রাস্তার ধারে অস্থির অবস্থায় দেখতে পান স্থানীয় শাকিল মহম্মদ সহ এলাকার বেশ কিছু যুবক। প্রথমে তাকে চিনতে না পারলেও এলাকার মানুষেরা সহানুভূতির সঙ্গে এগিয়ে আসেন। তাঁকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে জামাকাপড় দেন, খাবার দেন এবং নিরাপদ আশ্রয় নিশ্চিত করেন। পাশাপাশি চেষ্টা করতে থাকেন তাঁর পরিচয় জানতে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে।
advertisement
advertisement
অনেক চেষ্টার পর ওই যুবকের ভগ্নস্বাস্থ্য ও অসংলগ্ন কথাবার্তার মধ্য থেকে কিছু সূত্র পাওয়া যায়। জানা যায় বছর ২৯ এর ওই যুবকের নাম তাপস সরকার। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় সমাজকর্মী সুশান্ত ঘোষের কাছে। সুশান্তবাবু দীর্ঘদিন ধরে নিখোঁজ ও অসহায় মানুষদের সাহায্য করে থাকেন। তাঁর সহায়তায় অবশেষে যুবকের পরিবারের সন্ধান মেলে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পেয়ে কোচবিহার থেকে যুবকের পরিবার বরুনহাটে ছুটে আসেন। দীর্ঘ এক বছর পর হারিয়ে যাওয়া সন্তানকে দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
JULFIKAR MOLLA
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: এইভাবেও হারানো ছেলেকে রিটার্ন পাওয়া যায়! অবাক লাগলেও চমৎকারের সাক্ষী থাকল কোচবিহারের পরিবার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement