TRENDING:

Viral Video: এবার ভাইরাল গা টেপানো! সোনারপুরের পর সুন্দরবন মহাবিদ্যালয়, ইউনিয়ন রুমের ভিডিও ঘিরে ফের বিতর্ক

Last Updated:

Viral Video: সোনারপুর মহাবিদ্যালয়ের পর এবার কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের রুমের ভিতরে গা ম‍্যাসাজ করানোর ভিডিও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগণা: কসবা কাণ্ডের রেশ এখনও কাটেনি। তার মাঝেই ভাইরাল একাধিক কলেজে ইউনিয়নের নেতা-নেত্রীদের দাদাগিরির ভিডিও। সোনারপুর মহাবিদ্যালয়ের পর এবার কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের রুমের ভিতরে গা ম‍্যাসাজ করানোর ভিডিও। যদিও এই ভিডিওর সত‍্যতা News 18 বাংলা যাচাই করেনি।
এবার ভাইরাল গা টেপানো! সোনারপুরের পর সুন্দরবন মহাবিদ্যালয়, ইউনিয়ন রুমের ভিডিও ঘিরে ফের বিতর্ক
এবার ভাইরাল গা টেপানো! সোনারপুরের পর সুন্দরবন মহাবিদ্যালয়, ইউনিয়ন রুমের ভিডিও ঘিরে ফের বিতর্ক
advertisement

ভিডিও ভাইরাল হতেই ফের শুরু হয় বিতর্ক। এই ভিডিওকে কেন্দ্র করে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। বিরোধীদের দাবি, এই ভিডিওতে ছাত্র সংসদের ভিতরে যাদের দেখা গিয়েছে, তাঁরা এই কলেজের ছাত্র নয়। তাহলে এরা কিভাবে কলেজের ছাত্র সংসদের রুমের ভিতরে ঢুকল।

তাঁদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার কারণে প্রতিদিনই বহিরাগতরা কলেজের ভিতরে দাদাগিরি করত ও আড্ডা মারত। যদিও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ শুভঙ্কর চক্রবর্তী বলেন, ‘‘এইরূপ কোনও ঘটনা আমার জানা নেই। এছাড়াও এই রকম কোনও ছবি আমি পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে।’’

advertisement

আরও পড়ুন: ১ ফোঁটা চোখের জলেই নিষ্ক্রিয় ২৬ টি সাপের বিষ! বিশ্বের সবচেয়ে দামী অশ্রু কোন প্রাণীর বলুন তো? সবার চেনা, তবু ৯৯% ভুল উত্তর দিয়েছেন

আরও পড়ুন: নিজের মেয়েকে পরপর গুলি! টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে খুন, গ্রেফতার বাবা, কী কারণে কন‍্যাকে হত‍্যা? তোলপাড় দেশ

advertisement

প্রসঙ্গত, ২ আগেই সোনারপুর মহাবিদ্যালয়ের ইউনিয়ন রুমের ভিডিও ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায়, কলেজের দাদার মাথা টিপছেন ছাত্রী। ওই ভিডিওকে কেন্দ্র করে ফের শুরু হয় ইউনিয়ন নেতাদের কলেজে ‘দাদাগিরির’ বিতর্ক। যদিও যুবকের দাবি, ভিডিওটি ভুয়ো।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় নৈহাটি যেতে না পারলে চলে আসুন 'এখানে'! দর্শন পাবেন 'বড়মা'র
আরও দেখুন

Biswajit Halder

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Video: এবার ভাইরাল গা টেপানো! সোনারপুরের পর সুন্দরবন মহাবিদ্যালয়, ইউনিয়ন রুমের ভিডিও ঘিরে ফের বিতর্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল