ভিডিও ভাইরাল হতেই ফের শুরু হয় বিতর্ক। এই ভিডিওকে কেন্দ্র করে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। বিরোধীদের দাবি, এই ভিডিওতে ছাত্র সংসদের ভিতরে যাদের দেখা গিয়েছে, তাঁরা এই কলেজের ছাত্র নয়। তাহলে এরা কিভাবে কলেজের ছাত্র সংসদের রুমের ভিতরে ঢুকল।
তাঁদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার কারণে প্রতিদিনই বহিরাগতরা কলেজের ভিতরে দাদাগিরি করত ও আড্ডা মারত। যদিও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ শুভঙ্কর চক্রবর্তী বলেন, ‘‘এইরূপ কোনও ঘটনা আমার জানা নেই। এছাড়াও এই রকম কোনও ছবি আমি পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে।’’
advertisement
প্রসঙ্গত, ২ আগেই সোনারপুর মহাবিদ্যালয়ের ইউনিয়ন রুমের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায়, কলেজের দাদার মাথা টিপছেন ছাত্রী। ওই ভিডিওকে কেন্দ্র করে ফের শুরু হয় ইউনিয়ন নেতাদের কলেজে ‘দাদাগিরির’ বিতর্ক। যদিও যুবকের দাবি, ভিডিওটি ভুয়ো।
Biswajit Halder