Radhika Yadav: নিজের মেয়েকে পরপর গুলি! টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে খুন, গ্রেফতার বাবা, কী কারণে কন‍্যাকে হত‍্যা? তোলপাড় দেশ

Last Updated:

Tennis Player Murder: রাজ‍্যস্তরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের মর্মান্তিক মৃত‍্যু। ২৫ বছরের দেশের অন‍্যতম প্রতিভাধারী খেলোয়াড়কে খুনের অভিযোগ তাঁর বাবার বিরুদ্ধে।

নিজের মেয়েকে পরপর গুলি! টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে খুন, গ্রেফতার বাবা, কী কারণে কন‍্যাকে হত‍্যা? তোলপাড় দেশ
নিজের মেয়েকে পরপর গুলি! টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে খুন, গ্রেফতার বাবা, কী কারণে কন‍্যাকে হত‍্যা? তোলপাড় দেশ
গুরুগ্রাম: রাজ‍্যস্তরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের মর্মান্তিক মৃত‍্যু। ২৫ বছরের দেশের অন‍্যতম প্রতিভাধারী খেলোয়াড়কে খুনের অভিযোগ তাঁর বাবার বিরুদ্ধে। সূত্রের খবর, বৃহস্পতিবার মেয়েকে গুলি করে খুন করেন রাধিকা যাদবের বাবা। অভিযুক্তকে ইতিমধ‍্যে গ্রেফতার করেছে পুলিশ। হরিয়াণার গুরুগ্রামে তাদের পারিবারিক বাসভবনেই ঘটেছে এই ঘটনা।
সূত্রের খবর, গুরুগ্রামের সেক্টর ৫৭-এর এলাকায় নিজেদের পারিবারিক বাসভবনে দুপুর ১২ টা নাগাদ নিজের মেয়ের উপর গুলি চালান রাধিকার বাবা। পুলিশ সূত্রে জানা গিয়েছে পরপর তিনটি গুলি চালিয়ে মেয়েকে খুন করেছে রাধিকার বাবা। গুলি লাগার পর তরুণী খেলোয়াড়কে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষমেশ বাঁচানো যায়নি। ওই বাড়ি থেকেই উদ্ধার হয়েছে খুনে ব‍্যবহৃত রিভলবারও।
advertisement
advertisement
advertisement
খুনের কারণ জানতে ইতিমধ‍্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে প্রাথমিক অনুমান, রাধিকার প্রেমের সম্পর্কে অমতি ছিল বাবার। সেইকারণেই মেয়েকে গুলি করে খুন করেন বলে অভিযোগ। যদিও খুনের কারণ সম্বন্ধে এখনও স্পষ্ট কিছুই জানা যায়নি।
প্রসঙ্গত, রাজ‍্যস্তরের অন‍্যতম প্রতিভাধারী টেনিস খেলোয়াড় ছিলেন রাধিকা। একাধিক পদক জেতার খেতাব রয়েছে তাঁর। নিজে লন টেনিস খেলার পাশাপাশি একটি টেনিস অ‍্যাকাডেমিও চালাতেন প্রয়াত রাধিকা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Radhika Yadav: নিজের মেয়েকে পরপর গুলি! টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে খুন, গ্রেফতার বাবা, কী কারণে কন‍্যাকে হত‍্যা? তোলপাড় দেশ
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement