TRENDING:

East Medinipur News: তীব্র গরমে ছাদ বাগান শুকিয়ে কাঠ? বাঁচাতে এই পন্থা অবলম্বন করুন আজই

Last Updated:

গরমের দিনে বিশেষ পরিচর্যা করুন বাগানের সুস্থ থাকবে গাছ, ভরে যাবে ফুল ফলে। জেনে নিন গরমের দিনে কীভাবে বাগান ভালো রাখবেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক: শীত পেরিয়ে বসন্ত না, রোদের উষ্ণতা মেখে দরজায় কড়া নাড়ছে গরম। মার্চ মাস থেকেই বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যেই সংকেত দিয়েছে চলতি বছর তীব্র দাবদাহের সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। গরমের হাত থেকে রেহাই নেই মানুষ পশুপাখি থেকে গাছগাছালির। তবে এই গরমে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাগান। গরমের দিনে সঠিকভাবে পরিচর্যা না করলে বাগানের সমস্ত গাছ মারা যায়। কিন্তু গরমের কিভাবে বাগানের যত্ন নেবেন তা ভেবে পাচ্ছেন না! তাহলে আপনার চিন্তা নেই এই প্রতিবেদন থেকে জেনে নিন গরমে বাড়ির সামনে বাগান বা ছাদের ওপর তবে যত্নে লাগানো আপনার গাছ-গাছালি কীভাবে রক্ষা করবেন।
advertisement

আরও পড়ুন: স্বামী-স্ত্রীর মধ্যে বয়সের ‘ফারাক’ কত হলে ‘কারেক্ট’…? কী বলছে ‘বিজ্ঞান’? শুনলেই চমকাবেন উত্তর!

তীব্র রোদে বা গরমের দিনে বাগানের যে সমস্যাগুলো হয় তার মধ্যে অন্যতম গাছগুলি শুকিয়ে যাওয়া। জলের অভাবে গাছগুলি শুকিয়ে যায়। রোদের মধ্যে থেকে গাছেদের জল সংকট হয়। কিন্তু অনেক সময় দেখা যায় সকাল সন্ধ্যা দুই বেলা গাছে জল দেওয়ার পরেও গাছ শুকিয়ে যাচ্ছে। যার অন্যতম কারণ জলের পাশাপাশি গাছটির পর্যাপ্ত ছায়া প্রয়োজন হয়। সব থেকে বেশি সমস্যা দেখা যায় ছাদের ওপর টবে লাগানো গাছের। খোলা আকাশের নীচে একদিকে রোদের তাপ অন্যদিকে ছাদের ওপর টবে থাকায় ছাদের গরমে টবের মাটি তাড়াতাড়ি শুকিয়ে যায়। ফলে গাছের শেকড় ক্ষতিগ্রস্ত হয়। গাছগুলি শুকিয়ে মারা যায়। তাই গরমের দিনে বাগানের প্রতি যত্ন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

advertisement

আরও পড়ুন: জামাইবাবুর প্রেমে হাবুডুবু শ্যালিকা…! ধরা পড়তেই দিদির ‘বরের’ হাত ধরে এ কী বললেন তরুণী? পায়ের তলা থেকে মাটি সরে গেল ভাইয়ের!

View More

গরমের দিনে কীভাবে বাগানের যত্ন নেওয়া যায় সে বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের যোগীখোপ গ্রামের এক নার্সারি মালিক জানান, গরমের দিনে গাছের পরিচর্যায় বাড়িতে গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে ছাদে টবে লাগানো গাছের যত্ন নেওয়ার জন্য আগেই চড়া রোদে পড়া জায়গা থেকে টবগুলি অন্যত্র সরিয়ে নিতে হবে।

advertisement

আরও পড়ুন: ১টি ‘টিকিট’ থেকে ভারতীয় রেল কত টাকা ‘আয়’ করে বলুন তো…? চমকে দেবে ‘হিসেব’, শিওর!

চড়া বাগান বাঁচাতে হলে বাগানের ওপর খড়ের বা গ্রিনশেড দিয়ে আচ্ছাদন করতে হবে। প্রতিদিন সকাল সন্ধ্যা গাছের পরিচর্যা পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ জল দেওয়ার প্রয়োজন রয়েছে। গরমের দিনে গাছের গ্রোথের জন্য কোনও ধরনের রাসায়নিক প্রয়োগ গাছের ক্ষতি করে। তীব্র গরমের রাসায়নিক সার ও খইল প্রয়োগেও গাছ মারা যেতে পারে।

advertisement

চড়া রোদের হাত থেকে বাগান রক্ষা করতে সরাসরি সূর্যের আলো পড়ে না এমন জায়গায় গাছগুলি স্থানান্তরিত করে নেওয়া প্রয়োজন বলে জানান ওই নার্সারীর মালিক। বর্তমান সময়ে টবে বাগান করার প্রবণতা বাড়ছে। কিন্তু বাগান তীব্র গরমের দিনের সঠিক পরিচর্যা দরকার হয়। কারণ বাগানের গাছ প্রাকৃতিক উপায়ে বেড়ে ওঠে না। ফলে গরমের কালে বাগান সুস্থ সবল রাখতে অবশ্যই এই পন্থা অবলম্বন করুন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সৈকত শী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: তীব্র গরমে ছাদ বাগান শুকিয়ে কাঠ? বাঁচাতে এই পন্থা অবলম্বন করুন আজই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল