TRENDING:

Sukanta Majumdar: সুকান্ত বনাম সুফিয়ান, ডান্ডা মারার পরামর্শে সরগরম তমলুক! এল পাল্টা হুঁশিয়ারি

Last Updated:

Sukanta Majumdar: পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে দলীয় সভায় দাঁড়িয়ে সুকান্ত বলেন, ''ভয় পাওয়া যাবে না। এবার যদি কেউ ভয় দেখাতে আসে, চমকাতে আসে, তাঁকে আপনারাই চমকাবেন। দল আপনাদের সঙ্গে আছে। দল আপনাদের পাশে দাঁড়াবে।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তমলুক: পঞ্চায়েত ভোটে দলীয় কর্মীদের ডান্ডা হাতে ময়দানে নামার পরামর্শ দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একইসঙ্গে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে আগাপাশতলা করে "মার" দেওয়ারও নিদান দিয়েছেন তিনি। তবে পাল্টা দিতে ছাড়েননি সুফিয়ান। তিনি বলেন, ''৩৪ বছরে সিপিএম যা পারেনি তা করে দেখাবে কী করে সুকান্ত মজুমদার?'' সুফিয়ানের কটাক্ষ, "আমাকে উল্টো পাল্টা বলে শুভেন্দু অধিকারী উপরে উঠে যাচ্ছে দেখে বিজেপির রাজ্য সভাপতিও আমাকেই বেছে নিয়েছেন। এতে অবশ্য লাভ হবেনা!"
সুকান্ত বনাম সুফিয়ান
সুকান্ত বনাম সুফিয়ান
advertisement

পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে দলীয় সভায় দাঁড়িয়ে সুকান্ত বলেন, ''ভয় পাওয়া যাবে না। এবার যদি কেউ ভয় দেখাতে আসে, চমকাতে আসে, তাঁকে আপনারাই চমকাবেন। দল আপনাদের সঙ্গে আছে। দল আপনাদের পাশে দাঁড়াবে।" পঞ্চায়েত নির্বাচনের জন্য ডান্ডা হাতে কোমর বেঁধে দলের নেতা-কর্মীদের মাঠে নামার বার্তাও দিয়েছেন রাজ্য বিজেপি-র সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার। শেখ সুফিয়ানকে দেখে নেওয়ারও হুমকি দেন তিনি।

advertisement

আরও পড়ুন: স্বামীর হাতে লাঠি, সামনে স্ত্রী! ভয়ঙ্কর পরিণতির সাক্ষী থাকল গোপীবল্লভপুর

যদিও সুকান্তকে পাল্টা দিতে ছাড়েননি সেখ সুফিয়ান। তিনি বললেন, ''আমার গায়ে হাত দেওয়া এতো সহজ নয়!'' রবিবার নন্দকুমার এলাকায় একটি দলীয় কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। আর সেই সভা মঞ্চে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটে সন্ত্রাস হলে কীভাবে মোকাবিলা করতে হবে, তার কৌশল বাতলে দেন বিজেপি-র রাজ্য সভাপতি। পুলিশের বিরুদ্ধে তৃণমূলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তিনি। তৃণমূলের দলদাস বলে কটাক্ষ করেন। আর তাদের ভয় না পেয়ে দলের কাজে নেমে পড়ার কথা বলেন বিজেপি-র কর্মী-সমর্থকদের এদিন সুকান্ত বলেন, ”ভয় আর পাওয়া যাবে না। এবার যদি কেউ ভয় দেখাতে আসে, চমকাতে আসে, তাঁকে আপনারাই চমকাবেন। দল আপনাদের সঙ্গে আছে। দল আপনাদের পাশে দাঁড়াবে।”

advertisement

আরও পড়ুন: সেতু ভেঙেছে গুজরাতে, বাংলার প্রসঙ্গ তুলে তীব্র আক্রমণ সুকান্ত মজুমদারের!

সভামঞ্চে দাঁড়িয়ে সুকান্ত বলেন, "ডান্ডা বড় হওয়া চাই। ছোট হলে চলবে না। মাথায় রাখবেন, এইবার তৃণমূল যদি দুধ দেয়, আমরা তাহলে পায়েস তৈরি করে দিয়ে দেব। কোনও অসুবিধা নেই। ভদ্র লোকের সঙ্গে আমরাও ভদ্র লোক। কিন্তু যদি চোখ রাঙায়, চিটিংবাজি করে কোনও সুফিয়ান নাকি কে কোনও দিকে তাকাবেন না, আগে আগাপাশতলা সোজা করবেন। তারপর আমাকে ফোন করবেন যে, দাদা দিয়ে দিয়েছি। ওর কোর্স কমপ্লিট, একদম ওষুধ দিয়ে দিয়েছি। তারপর যা হওয়ার হবে, আমরা দেখব। চিন্তার কিছু নেই।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুকান্তের মন্তব্যের জবাবে তৃণমূল নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহকারি সভাধিপতি শেখ সুফিয়ান বলেন, “আমার বিরুদ্ধে বলে বলে শুভেন্দু অধিকারী বিজেপি-র বড় পদ পেয়েছেন। বড় অধিকারী হতে চেয়ে সুকান্তও এখন সেই পথ অনুসরণ করছেন। আমাকে মেরে সোজা করে দিতে বলছেন। গণতান্ত্রিক দেশে এ ভাবে প্রকাশ্যে বক্তব্য রাখা যায় কিনা আমার জানা নেই।''

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sukanta Majumdar: সুকান্ত বনাম সুফিয়ান, ডান্ডা মারার পরামর্শে সরগরম তমলুক! এল পাল্টা হুঁশিয়ারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল