Sukanta Majumdar: সেতু ভেঙেছে গুজরাতে, বাংলার প্রসঙ্গ তুলে তীব্র আক্রমণ সুকান্ত মজুমদারের!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Sukanta Majumdar: রবিবার জেলায় একাধিক কর্মসূচিতে যোগদান করেন সুকান্ত মজুমদার। রবিবার রাতে তমলুকের একটি বেসরকারি হোটেলে রাত্রিবাস করেন।
#তমলুক: গুজরাতের সেতু ভাঙার ঘটনাতেও ঘুরিয়ে এ রাজ্যের সরকারকে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তমলুকে সুকান্ত মজুমদার বললেন, "গুজরাতে সেতু ভাঙলে প্রধানমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দেন। তদন্ত হয়। কিন্তু পশ্চিমবঙ্গে এসব হয় না।" দু'দিনের পূর্ব মেদিনীপুর জেলা সফরে এসে আজ দ্বিতীয় দিনও একাধিক কর্মসূচিতে যোগ দিলেন তিনি। আজ প্রথমে তিনি তমলুকের বর্গভীমা মন্দিরে যান। মন্দিরে পুজো দেন। পরে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।
রবিবার জেলায় একাধিক কর্মসূচিতে যোগদান করেন সুকান্ত মজুমদার। রবিবার রাতে তমলুকের একটি বেসরকারি হোটেলে রাত্রিবাস করেন। এরপর সোমবার সকালে সতী পিঠের এক পীঠ দেবী বর্গভীমা মায়ের মন্দিরে পুজো দেন বিজেপির রাজ্য সভাপতি। মন্দিরে পুজো দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''মায়ের কাছে প্রার্থনা করলাম মা যেমন অসুর নাশ করেন, তেমনই পশ্চিমবঙ্গে বেড়ে যাওয়া অসুর নাশ করুন। মায়ের হাতে অসুর নাশ হবে এবং পশ্চিমবঙ্গ উদ্ধার হবে।''
advertisement
advertisement
তিনি বলেন, ''গুজরাতে সেতু দুর্ঘটনায় সাহায্যের হাত বাড়িয়েছেন প্রধানমন্ত্রী, তদন্তের নির্দেশ দিয়েছেন। কিন্তু পশ্চিমবঙ্গে কোন সেতু ভেঙে গেলে তার তদন্ত হয় না।''
advertisement
রবিবার জেলার একাধিক জায়গায় বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন বিজেপি রাজ্য সভাপতি। রবিবার তমলুকে একটি বেসরকারি হোটেলে রাত্রিবাস করেন। তমলুকে বিজেপির জেলা কার্যালয়ে তমলুক সাংগঠনিক জেলার নেতা, সভাপতিদের নিয়ে বৈঠকও করছেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 31, 2022 1:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sukanta Majumdar: সেতু ভেঙেছে গুজরাতে, বাংলার প্রসঙ্গ তুলে তীব্র আক্রমণ সুকান্ত মজুমদারের!