TRENDING:

Sukanta Majumdar: সেতু ভেঙেছে গুজরাতে, বাংলার প্রসঙ্গ তুলে তীব্র আক্রমণ সুকান্ত মজুমদারের!

Last Updated:

Sukanta Majumdar: রবিবার জেলায় একাধিক কর্মসূচিতে যোগদান করেন সুকান্ত মজুমদার। রবিবার রাতে তমলুকের একটি বেসরকারি হোটেলে রাত্রিবাস করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তমলুক: গুজরাতের সেতু ভাঙার ঘটনাতেও ঘুরিয়ে এ রাজ্যের সরকারকে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তমলুকে সুকান্ত মজুমদার বললেন, "গুজরাতে সেতু ভাঙলে প্রধানমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দেন। তদন্ত হয়। কিন্তু পশ্চিমবঙ্গে এসব হয় না।" দু'দিনের পূর্ব মেদিনীপুর জেলা সফরে এসে আজ দ্বিতীয় দিনও একাধিক কর্মসূচিতে যোগ দিলেন তিনি। আজ প্রথমে তিনি তমলুকের বর্গভীমা মন্দিরে যান। মন্দিরে পুজো দেন। পরে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।
সুকান্ত মজুমদারের তীব্র আক্রমণ
সুকান্ত মজুমদারের তীব্র আক্রমণ
advertisement

রবিবার জেলায় একাধিক কর্মসূচিতে যোগদান করেন সুকান্ত মজুমদার। রবিবার রাতে তমলুকের একটি বেসরকারি হোটেলে রাত্রিবাস করেন। এরপর সোমবার সকালে সতী পিঠের এক পীঠ দেবী বর্গভীমা মায়ের মন্দিরে পুজো দেন বিজেপির রাজ্য সভাপতি। মন্দিরে পুজো দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''মায়ের কাছে প্রার্থনা করলাম মা যেমন অসুর নাশ করেন, তেমনই পশ্চিমবঙ্গে বেড়ে যাওয়া অসুর নাশ করুন। মায়ের হাতে অসুর নাশ হবে এবং পশ্চিমবঙ্গ উদ্ধার হবে।''

advertisement

আরও পড়ুন: স্বামীর হাতে লাঠি, সামনে স্ত্রী! ভয়ঙ্কর পরিণতির সাক্ষী থাকল গোপীবল্লভপুর

তিনি বলেন, ''গুজরাতে সেতু দুর্ঘটনায় সাহায্যের হাত বাড়িয়েছেন প্রধানমন্ত্রী, তদন্তের নির্দেশ দিয়েছেন। কিন্তু পশ্চিমবঙ্গে কোন সেতু ভেঙে গেলে তার তদন্ত হয় না।''

আরও পড়ুন: প্রাণে বাঁচল চার বছরের ছেলে, মৃত বাবা-মা! গুজরাত বিপর্যয়ে অন্ধকার নামল বহু জীবনে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

রবিবার জেলার একাধিক জায়গায় বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন বিজেপি রাজ্য সভাপতি। রবিবার তমলুকে একটি বেসরকারি হোটেলে রাত্রিবাস করেন। তমলুকে বিজেপির জেলা কার্যালয়ে তমলুক সাংগঠনিক জেলার নেতা, সভাপতিদের নিয়ে বৈঠকও করছেন তিনি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sukanta Majumdar: সেতু ভেঙেছে গুজরাতে, বাংলার প্রসঙ্গ তুলে তীব্র আক্রমণ সুকান্ত মজুমদারের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল