বালসিতে দাঁড়িয়ে গরম গরম জিলিপি খেলেন সুজাতা মণ্ডল। দারুণ খোস মেজাজ তৃণমূল প্রার্থী, জিলিপি খেলেন এবং অন্যদেরকেও দিতে বললেন।মিষ্টিমুখ করে বুথ পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় বাহিনী এক জওয়ানের সঙ্গে সাংবাদিকদের বুথের ভিতরে ঢুকতে না দেওয়ার কারণে বচসা করতে দেখা গেল বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে। তৃণমূল প্রার্থী বলেন, “সকলের জন্য একই নিয়ম।”
advertisement
আরও পড়ুন: ‘সবুজ আবির লাগিয়েছি মানে, ভোটে জিতে গেছি, তা নয়!’ ভোট মিটতেই কেন বললেন দেব? জানুন
এরপর চলতে থাকে একের পর এক বুথ পরিদর্শন। ইন্দাস বড়জোড়া এবং বিষ্ণুপুর। সারাদিন বেশ সজাগ দেখালো বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থীকে। প্রচারে যেভাবে নজর কেড়েছিলেন তিনি। সেই ধারা বজায় রেখে, ভোটের দিনও পুজো করে, রাস্তায় দাঁড়িয়ে জিলিপি খেয়ে মিষ্টিমুখ করে এবং বুথ পরিদর্শন করে দিল্লি যাওয়ার লড়াইটা শুরু করলেন সুজাতা।
নীলাঞ্জন ব্যানার্জি