Dev-Ghatal: 'সবুজ আবির লাগিয়েছি মানে, ভোটে জিতে গেছি, তা নয়!' ভোট মিটতেই কেন বললেন দেব? জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Dev-Ghatal: ফলাফল ঘোষণার দু'মাস পর তিনি রাজনীতির বিভিন্ন কাজকর্ম করবেন, তারপরে আবার সিনেমায় অভিনয় শুরু করবেন দেব
পশ্চিম মেদিনীপুর: আমাদের প্রথম লক্ষ মানুষকে শান্তিতে রাখা মানুষকে আগলে রাখা। সবুজ আবির লাগিয়েছি মানে ভোটে জিতে গেছি তা নয়, এটা মানুষের তিন মাসের আবেগ পরিশ্রমের উল্লাস। ভোট পর্ব মিটতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী তথা দুবারের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। শনিবার ছিল রাজ্যে ষষ্ঠ দফা নির্বাচন। এই নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রের দুই প্রতিদ্বন্দ্বী হিরণ এবং দেব।
এদিন সকাল থেকে ঘাটাল থেকে সবং, পিংলা থেকে কেশপুর ছুটেছেন দেব। কথা বলেছেন মানুষের সঙ্গে। সুপারস্টার দেবকে পাশে পেয়ে সেলফিও তুলতে দেখা যায় বেশ কয়েকজনকে। তবে মানুষের ভোট নিয়ে জয়ের বিষয়ে আশাবাদী থাকলেও শনিবার ছিল দুই প্রার্থী অগ্নিপরীক্ষা।সামনে রয়েছে সিনেমার শুটিং, সাংবাদিক বৈঠকে জানালেন তিনি। ফলাফল ঘোষণার পর দুমাস পর তিনি রাজনীতির বিভিন্ন কাজকর্ম করবেন, তারপরে তিনি আবার সিনেমায় অভিনয় শুরু করবেন বলে জানিয়েছেন দেব।
advertisement
advertisement
নির্বাচনের দিন ঘোষণার পর বিভিন্ন জায়গায় প্রচার করেছেন তিনি। কাউকে ব্যক্তিগত আক্রমণ নয় এবং বিভিন্ন সময়ে এলাকায় শান্তির বার্তা দিয়েছেন তিনি। ফের একবার জয়লাভ করার পর প্রথমে ঘাটাল মাস্টারপ্ল্যান এবং চন্দ্রকোনা রেললাইন নিয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি। বিক্ষিপ্ত বেশ কিছু ঘটনা ছাড়া প্রায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে জেলা জুড়ে। এর আগে কেশপুরে মৃত্যু পর্যন্ত হয়েছে। তবে এবারে রক্ত ঝরেনি এই বিধানসভা থেকে। সে বিষয়ে মুখ খুলেন দেব। স্বাভাবিকভাবে মোটের উপর নির্বিঘ্নে শেষ হল নির্বাচন, কে জয় পায় তা বলবে সময়!
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2024 11:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dev-Ghatal: 'সবুজ আবির লাগিয়েছি মানে, ভোটে জিতে গেছি, তা নয়!' ভোট মিটতেই কেন বললেন দেব? জানুন