দুই দিন আগে নির্বাচনী প্রচারে বেরিয়ে লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ করে দেওয়া মাস্টার স্ট্রোক বলেছেন সুজাতা মণ্ডল। এছাড়াও তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই বলের পর বল ছক্কা হাঁকাচ্ছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার পাত্রসায়রে সুজাতা মণ্ডল জানান, “বিষ্ণুপুর লোকসভার পাত্রসায়ের ব্লক, এখানে মহা মিছিলের আয়োজন করেছিল ব্লক প্রশাসন। যেখানে শত শত মহিলা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছেন। মানুষের আশীর্বাদ এবং মহিলাদের স্বতঃস্ফূর্ত যোগদান বুঝিয়ে দেয় তারা নিজেদের ভুল সংশোধন করতে চান।”
advertisement
আরও পড়ুন: এসির মতো ঠান্ডা হবে ঘর! বিদ্যুতের বিলও আসবে নাম মাত্র! কুলার চালানোর সময় করুন এই ছোট্ট কাজ
সৌমিত্র এবং সুজাতাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক তরজা। একে অপরকে কটাক্ষ করে বক্তব্য রাখতেও শোনা যাচ্ছে দুই প্রার্থীকে। তবে রাজনৈতিক কটাক্ষের চেয়েও প্রচারের নতুনত্ব বেশি গুরুত্ব পাচ্ছে বলেই দেখা যাচ্ছে। সুজাতা মণ্ডলের মৌলিক প্রচার ধারা নজর কাড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে পায় প্রতিদিনই। চতুর্থ দফার নির্বাচনের পর পঞ্চম দফা আর তার পরই ২৫ মে বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভায় চূড়ান্ত নির্বাচন। হাতে গোনা কয়েকটা দিন থাকায় প্রচার ধারা আরও তীব্র থেকে তীব্রতর হবে বলেই অনুমান করা যাচ্ছে।
নীলাঞ্জন ব্যানার্জী