জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক বটব্যাল এবং অন্যান্য প্রার্থীদেরকে সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়ে পড়েন সুজাতা। অন্যদিকে সুজাতা মণ্ডলের এই প্রার্থী হওয়া নিয়ে তাঁকে তীব্র কটাক্ষ করেছেন তারই প্রাক্তন স্বামী তথা বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
আরও পড়ুন: হাওড়ায় ঘুরছিলেন এক মহিলা, সঙ্গে সাইড ব্যাগ! তাতে যা ছিল, চমকে উঠল গোটা এলাকা
advertisement
তিনি বলেন, ”কে ভোটে দাঁড়াল, এটা নিয়ে আমাদের কিছু এসে যায় না। শুধু এটুকু বলব তৃণমূলের যারা রাস্তায় নেমে আমাদের আক্রমণ করলেন, তাঁরা টিকিট পেল না, এই শিক্ষাটা তাদের খুব দরকার ছিল।” তিনি সুজাতা মণ্ডলের উদ্দেশ্যে আরও বলেন, ”এতদিন আমি পাল্লা সামলেছি, এবার জয়পুর পাল্লা সামলাক।”
আরও পড়ুন: বুধে বিস্ফোরক, বৃহস্পতিতে বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর! শেষ দেখার হুঁশিয়ারি
যদিও সুজাতা মণ্ডল প্রার্থী হতেই বেশ চাপেই পড়েছে বিজেপি। দলীয় সূত্রের খবর, একদিকে বিজেপির সংগঠন নড়বড়ে। তার উপর সুজাতা গ্রামের রাজনীতিটা বোঝেন। আবার তিনি মহিলা মুখ। সেদিক থেকে অনেকটা এগিয়ে থেকেই শুরু করছেন সুজাতা মণ্ডল। এখানে জয়পুর ব্লকে তিনটি জেলা পরিষদ আসন আছে। তার মধ্যে একটিতে প্রার্থী হয়েছেন সুজাতা মণ্ডল।
একুশের বিধানসভা নির্বাচনে সুজাতা আরামবাগ থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হযেছিলেন। কিন্তু হারতে হয় সুজাতাকে। এবার সেটার বদলা তিনি বাঁকুড়া থেকে নিতে চান। এখানে বিজেপিকে পরাজিত করতে পারলেই মধুর প্রতিশোধ নিতে পারবেন তিনি।