TRENDING:

Hooghly News: কম টাকায় সবজি কেনার উপায় নেই উত্তরপাড়ার মানুষের! বন্ধ সুফল বাংলার আউটলেট

Last Updated:

দীর্ঘ সময় ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে উত্তরপাড়ার সুফল বাংলার আউটলেট। এই নিয়ে সোচ্চার হয়েছেন এলাকার মানুষজন।ইচ্ছা থাকলেও সস্তায় সবজি কেনার উপায় নেই মানুষের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বাজারে সবজির আগুন দাম। বাজার দরের থেকে কম টাকায় সবজি বিক্রি হয় কৃষি বিপণন কেন্দ্রের আউটলেট সুফল বাংলা থেকে। প্রশাসনের তরফ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল সাধারণ মানুষের সুবিধার্থে জন্য। কিন্তু হুগলির উত্তরপাড়ার চিত্রটা একদম অন্যরকম। দীর্ঘ সময় ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে উত্তরপাড়ার সুফল বাংলার আউটলেট। এই নিয়ে সোচ্চার হয়েছেন এলাকার মানুষজন।ইচ্ছা থাকলেও উপায় নেই মানুষের। বাধ্য হয়েই সুফল বাংলা স্টোর থাকার পরেও সেখান থেকে বাজার করতে পারেন না উত্তরপাড়ার মানুষজন। স্থানীয় সূত্রের খবর, বছর তিন চারেক আগে খুব ধুমধাম করে শখেরবাজার এলাকায় খোলা হয়েছিল সুফল বাংলার আউটলেট। কিন্তু চালু হওয়ার কয়েক মাস পরেই বন্ধ হয়ে যায় সুফল বাংলা। বর্তমানে রাস্তায় এখনও রয়েছে সুফল বাংলার পোস্টার। দোকানের সামনেও রয়েছে তার হোডিং। নেই শুধু দোকান খোলা।
advertisement

আরও পড়ুন:  শীত-গ্রীষ্ম-বর্ষা, ট্রেনে-বাসে পরমেশ্বর ‘রফি সাহেব’-ই ভরসা! এই ঘটনা শুনলে চমকাবেন

স্থানীয় মানুষদের অভিযোগ, উত্তরপাড়ায় সুফল বাংলা স্টল শুধু নয় তার সঙ্গে ছিল একটি ভ্রাম্যমান গাড়ি ও। যে ভ্রাম্যমান গাড়িতে করে শাকসবজি নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যেতেন সুফল বাংলার আধিকারিকরা। তবে সেই সব হয়েছিল মাত্র কয়েক দিনের জন্য। তারপর থেকে সেই যে বন্ধ হয়েছে তা আজও খোলেনি সুফল বাংলা স্টোর। মানুষজন কার্যত বাধ্য হয়ে বাজার থেকে কাঁচা আনাজ কিনছেন। অল্প দামে সরকারি দোকান থেকে সাধারণ মানুষ যে শোক-সবজি কিনতে পারতো তার সম্ভব হচ্ছে না উত্তরপাড়ার মানুষের কাছে। এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনিবিজেপি নেতা ইন্দ্রনীল দত্ত। তিনি বলেন বর্তমান শাসক দল শুধুই বিজ্ঞাপনের রাজনীতি করে। বিজ্ঞাপনের জন্য খোলা হয়েছিল সুফল বাংলা স্টোর। বিজ্ঞাপন দেওয়া শেষ তাই দোকান বন্ধ করে দিয়েছে। সাধারণ মানুষের কথা কোন দিকেই ভাবেনা এই সরকার।

advertisement

আরও পড়ুন: রিষড়া স্টেশনে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে গাছের ডাল! শয়ে শয়ে মারা পড়ছে পাখির ছানা

কেন সুফল বাংলা স্টোর বন্ধ হয়ে গেল সে নিয়ে প্রশ্ন করলে উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, কেন স্টোর বন্ধ হয়ে গেছে তা নিয়ে সঠিকভাবে তার জানা নেই। তবে তিনি এই বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন। সুফল বাংলা স্টোরের বন্ধের কারণ সন্ধানে টেলিফোনে যোগাযোগ করা হয়েছিল কৃষি ও বিপণন মন্ত্রী বেচারাম মান্না সঙ্গে। এই বিষয়ে তিনি জানান, সুফল বাংলার স্টোরের জায়গাটা সঠিক নেওয়া হয়নি। একটি মার্কেট কমপ্লেক্সের দোতলায় ছিল স্টোর। সেখানে লোকজন কম আসতো সেই কারণে তা বন্ধ করা হয়েছে। পরবর্তীতে পুরসভার সঙ্গে কথা বলা হয়েছে, পুরসভা অন্যত্র একটি জায়গা ঠিক করছে সেটি ঠিক হয়ে গেলে আবারও নতুন করে সুফল বাংলা স্টোর চালু করা হবে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: কম টাকায় সবজি কেনার উপায় নেই উত্তরপাড়ার মানুষের! বন্ধ সুফল বাংলার আউটলেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল