প্রাকৃতিক দুর্যোগের মাঝেই ভাঙন আতঙ্কে এখন দিশেহারা শয়ে শয়ে পরিবার। কবে আবার পরিস্থিতি স্বাভাবিক হবে! প্রশাসনের তরফে কী ব্যবস্থা নেওয়া হবে দুর্যোগ মোকাবিলায়? সেই দিকেই তাকিয়ে ভাঙন দুর্গতরা।
advertisement
রঘুনাথগঞ্জ ২ ব্লকের শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের রাধাকৃষ্ণপুর গ্রামে শুরু হয়েছে ভাঙন। তলিয়ে গিয়েছে বাড়ি ঘর থেকে বড়বড় গাছ, বাগান। আতঙ্কে নদী পাড় থেকে অন্যত্র সরে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গত কয়েক দিন ধরেই রাধাকৃষ্ণপুর গ্রামে নদী ভাঙন দেখা দিয়েছিল। তবে এদিন ভোর থেকে ভাঙন ভয়ঙ্কর আকার নেয়। নদীর ধারে থাকা বেশ কয়েকটি বাড়ি চোখের সামনে পদ্মার জলে তলিয়ে গিয়েছে। নিশ্চিহ্ন বিঘার পর বিঘা জমি। প্রায় এক কিমি এলাকা জুড়ে শুরু হয়েছে নদী ভাঙন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভাঙন কবলিত রাধাকৃষ্ণপুর গ্রামের বাসিন্দারা জানান, ভাঙন শুরু হয়েছে হঠাৎই। পরপর বাড়ি ঘর তলিয়ে যাচ্ছে। বড় বড় গাছ, বিদ্যুতের খুঁটি, বাঁশ ঝাড়, বড় বাড়ি চোখের সামনে তলিয়ে যাচ্ছে। কেউ কেউ প্রয়োজনীয় সামগ্রী টানতে পেরেছে, কেউ আবার পারেনি। ভাঙনের আতঙ্কে ঘুম উড়েছে রাধাকৃষ্ণপুরের পদ্মা পাড়ের বাসিন্দাদের। অনেকেই বাড়ি ঘর ছেড়ে শেষ সম্বলটুকু সরিয়ে নিয়ে যাচ্ছেন নিরাপদ স্থানে।