TRENDING:

South 24 Parganas News: জেলাজুড়ে প্রাথমিক স্কুলে নতুন সমস্যা, শিক্ষকদের পদোন্নতি হতেই তীব্র সঙ্কট

Last Updated:

স্কুলগুলি থেকে শিক্ষকরা অন্য স্কুলের প্রধান শিক্ষক হিসেবে চলে যাচ্ছেন সেখানকার পড়ুয়া ও অভিভাবকগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বাধ্য হয়ে ওই স্কুলগুলিতে পার্শ্ববর্তী স্কুল থেকে নতুন শিক্ষক আনতে বলা হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: সম্প্রতি প্রধান শিক্ষক পদে উন্নীত হয়েছেন জেলার একাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ফলে তাঁরা নিজের পুরোনো স্কুল ছেড়ে অন্য স্কুলে যোগ দেবেন। এই প্রক্রিয়া চলাকালীন এক নতুন সমস্যার নজরে এসেছে। দেখা গিয়েছে কোনও কোনও স্কুল থেকে একাধিক শিক্ষক চলে যাচ্ছেন অন্য স্কুলে। এর ফলে সংশ্লিষ্ট স্কুলের পড়ুয়াদের পঠন-পাঠন প্রায় বন্ধ হওয়ার যোগাড়।
advertisement

আরও পড়ুন: শিশু শিক্ষা কেন্দ্র আছে, কিন্তু শিশুরাই নেই! ঝুলছে তালা

যে স্কুলগুলি থেকে শিক্ষকরা অন্য স্কুলের প্রধান শিক্ষক হিসেবে চলে যাচ্ছেন সেখানকার পড়ুয়া ও অভিভাবকগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বাধ্য হয়ে ওই স্কুলগুলিতে পার্শ্ববর্তী স্কুল থেকে নতুন শিক্ষক আনতে বলা হয়েছে। এতে সমস্যা সমাধানের বদলে তা যে আরও জটিল আকার ধারণ করবে তা সহজেই অনুমেয়। ফলে স্কুলগুলিতে শিক্ষক সঙ্কট প্রবল আকার ধারণ করতে পারে বলে বিশেষজ্ঞদের অভিমত।

advertisement

যদিও এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক জানিয়েছেন, এই তালিকা তৈরি হয়েছে সিনিয়ারিটির ভিত্তিতে। সেখানে দেখা গিয়েছে অনেক স্কুলের ক্ষেত্রে একাধিক শিক্ষক সুযোগ পেয়েছেন। জেলার ৪ থেকে ৫ টি স্কুলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই স্কুলের সিংহভাগ শিক্ষক-শিক্ষিকা প্রধান শিক্ষক পদে উন্নীত হয়েছেন। এই স্কুলগুলিতে পার্শ্ববর্তী স্কুল থেকে শিক্ষক এনে পঠনপাঠনের কাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন:

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই সমস্যার মধ্যে পড়া কৌতলা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর মাঝি জানান, তাঁদের স্কুলে ৮ জন শিক্ষকের মধ্যে ৬ জন‌ই বদলি হয়েছেন। এই খবর জানতে পেরে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এখন পরিস্থিতি সামলানোর আপ্রাণ চেষ্টা চলছে।

সেরা ভিডিও

আরও দেখুন
হুবহু যেন কাশ্মীরের বৈসারন ভ্যালি, বাংলার এই জেলা ট্যুরিস্টদের স্বাগত জানাচ্ছে
আরও দেখুন

নবাব মল্লিক

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: জেলাজুড়ে প্রাথমিক স্কুলে নতুন সমস্যা, শিক্ষকদের পদোন্নতি হতেই তীব্র সঙ্কট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল