হিরাপুর থানার আধিকারিকরা মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির হন সিঞ্চনের আসানসোলের বাড়িতে। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পেয়ে দারুন খুশি স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের পরীক্ষায় প্রথম স্থান অধিকারী সিঞ্চন। তিনি জানিয়েছেন, ‘‘সাফল্য এমনিতেই মধুর। তার মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে থেকে পাওয়া শুভেচ্ছা বার্তা সাফল্যের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।’’
মুখ্যমন্ত্রী একদিকে যেমন তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, তেমনভাবেই আগামিদিনে কাজের মাধ্যমে বাংলার মুখ উজ্জ্বল করার বার্তাও দিয়েছেন।
advertisement
সিঞ্চন স্নিগ্ধ অধিকারী আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী। বাড়ি আসানসোলের ইসমাইল এলাকায়।পরে কলকাতার আইএসআই থেকে তিনি স্ট্যাটিস্টিক্সে উপর স্নাতক হন এবং মাস্টার্স করেন। মোটামুটি স্বচ্ছল পরিবার। বাবা প্রদীপ অধিকারী আসানসোল মাইন্স বোর্ড অব হেলথের কর্মী। মা সুজাতাদেবী গৃহবধূ। আর এমন পরিবার থেকে উঠে এসেই বিশাল এই সাফল্য ছিনিয়ে নিয়েছেন সিঞ্চন স্নিগ্ধ অধিকারী।
যদিও প্রথমবারেই আসেনি এই সাফল্য। দ্বিতীয়বার প্রচেষ্টার ফলে তিনি দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করতে পেরেছেন। প্রথমবার ব্যর্থ হওয়ার কারণ খুঁজে সেগুলি সংশোধন করার চেষ্টা করেছেন। আরও পরিশ্রম করেছেন। তাই সিঞ্চন স্নিগ্ধ অধিকারীর পরামর্শ, একবার ব্যর্থ হলে হতদ্যম হওয়ার কোনও কারণ নেই। ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের পরিকল্পনা করা উচিত। তাহলে সাফল্য আসবেই।
নয়ন ঘোষ