আরও পড়ুন: এক বিজ্ঞপ্তিতেই সল্টলেকে মৃত্যু মুখে সারমেয়রা! সারাদিন প্রায় কিছুই খেতে পাচ্ছে না
পুলিশ সূত্রে খবর, ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিল এই দুষ্কৃতীরা। তাদের সকলেরই বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে। নির্বাচনের আগে অস্ত্রসহ দুষ্কৃতিরা গ্রেফতার হতেই থানার সাফল্যে সিলমোহর দিলেন এসিপি ঘোলা তনয় চ্যাটার্জি। এসিপি জানান, দুষ্কৃতিদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল, রামদা, হাসুয়া, কুড়ুল সহ নহদ ১৫ হাজার ৩০০ টাকা। গোপন সূত্রে খবর পেয়েই এদিন নববারাকপুর থানার পুলিশ ভোর রাতে পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পূর্ব কোদালিয়া এলাকা থেকে এই দুষ্কৃতীদের ধরে। তদন্তের স্বার্থে তাদের বাড়ির ঠিকানা না জানালেও, প্রত্যেকের বাড়ি এই জেলায় বলে জানিয়েছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: ATM কার্ডের মতো দেখতে কিন্তু এটিএম কার্ড না, এই কার্ড থাকলে এবার মিলবে বাড়তি সুবিধা! আপনার আছে ?
বিভিন্ন বাড়িতে গিয়ে বাগানে গাছ কাটা, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত। আর তার ফাঁকে লক্ষ রাখত কোন বাড়িতে কোথায় কি আছে। পরিবারের লোকজন দের গতিবিধি যেনে বড়সড় ডাকাতির ছক কোষত তারা। ধৃত দুষ্কৃতীরা হলেন বছর ৩৫ এর সফিকুল গাজি, সঞ্জীব চক্রবর্তীর বয়স ৩১ এবং বছর ৩০ এর প্রদীপ বিশ্বাস। এই দুষ্কৃতীদের বিরুদ্ধে একাধিক থানায় চুরি ছিনতাই এর অভিযোগ রয়েছে বলেও জানতে পেরেছে পুলিশ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এমন দুষ্কৃতিদের পুলিশ ধরতে পারায় খুশি এলাকার মানুষজনও।
Rudra Nrayan Roy