নাম না করে অভিষেক বন্দোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আমি ওকে কাউন্টার করি না। ও আমার কমপিটিটরই নয়। ও যার আলোয় আলোকিত, আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। রাজনৈতিক দূষণ ছড়িয়ে গিয়েছিল ও, তারই পাল্টা দেওয়ার দরকার ছিল। আজ সেটাই দিলাম। লোকসভা নির্বাচনে দেখাব।'
আরও পড়ুন: টোটো চালিয়েই চলে সংসার, তাতে কী! শত প্রলোভনেও এই মানুষটি যা করলেন, স্যালুট!
advertisement
শুভেন্দু অধিকারী এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে এও বলেন,' বড় চোরের দায়িত্ব আমার ওপর ছেড়ে দিন। সব হবে। দিন পরিবর্তন হতে পারে। মাস পরিবর্তন হতে পারে। কিন্তু বছর পরিবর্তন হবে না। আগামী বছরটা খুব ভালো যাবে'। কাঁথির সভা মঞ্চ থেকে এদিন নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও সুর চড়াতে দেখা যায় শুভেন্দুকে।
আরও পড়ুন: ফের চোখরাঙানি করোনার, নবান্ন থেকেই বড় নির্দেশ মমতার!
'বড় চোর' জেলে যাওয়া প্রসঙ্গে শুভেন্দুর দাবি, 'অপেক্ষা করুন। আপন নিয়মেই জেলে যাবে। যাবে আপন গতিতেই।' এদিন বক্তব্য রাখার সময় এদিন শুভেন্দু কার্যত চ্যালেঞ্জের সুরে বলেন, 'আগামী লোকসভা নির্বাচনে কাঁথি এবং তমলুক এই দুই লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে জিতিয়ে নরেন্দ্র মোদিকে উপহার দেওয়া একজন বিজেপি কর্মী হিসেবে আমার দায়িত্ব। আমি সেই দায়িত্ব পালন করব।'