TRENDING:

EXCLUSIVE: 'ও আমার প্রতিদ্বন্দ্বীই নয়, অপেক্ষা করুন', 'শেষ' দিনে কেবলই আস্ফালন শুভেন্দুর! নিশানায় কে?

Last Updated:

সভা শেষে নিউজ এইট্টিন বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন শুভেন্দু অধিকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাঁথি: বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভামঞ্চ থেকে একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন তিনি। তারই সঙ্গে সভা শেষে নিউজ এইট্টিন বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী
advertisement

নাম না করে অভিষেক বন্দোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আমি ওকে কাউন্টার করি না। ও আমার কমপিটিটরই নয়। ও যার আলোয় আলোকিত, আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। রাজনৈতিক দূষণ ছড়িয়ে গিয়েছিল ও, তারই পাল্টা দেওয়ার দরকার ছিল। আজ সেটাই দিলাম। লোকসভা নির্বাচনে দেখাব।'

আরও পড়ুন: টোটো চালিয়েই চলে সংসার, তাতে কী! শত প্রলোভনেও এই মানুষটি যা করলেন, স্যালুট!

advertisement

শুভেন্দু অধিকারী এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে এও বলেন,' বড় চোরের দায়িত্ব আমার ওপর ছেড়ে দিন। সব হবে। দিন পরিবর্তন হতে পারে। মাস পরিবর্তন হতে পারে। কিন্তু বছর পরিবর্তন হবে না। আগামী বছরটা খুব ভালো যাবে'। কাঁথির সভা মঞ্চ থেকে এদিন নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও সুর চড়াতে দেখা যায় শুভেন্দুকে।

advertisement

আরও পড়ুন: ফের চোখরাঙানি করোনার, নবান্ন থেকেই বড় নির্দেশ মমতার!

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

'বড় চোর' জেলে যাওয়া প্রসঙ্গে শুভেন্দুর দাবি, 'অপেক্ষা করুন। আপন নিয়মেই জেলে যাবে। যাবে আপন গতিতেই।' এদিন বক্তব্য রাখার সময় এদিন শুভেন্দু কার্যত চ্যালেঞ্জের সুরে বলেন, 'আগামী লোকসভা নির্বাচনে কাঁথি এবং তমলুক এই দুই লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে জিতিয়ে নরেন্দ্র মোদিকে উপহার দেওয়া একজন বিজেপি কর্মী হিসেবে আমার দায়িত্ব। আমি সেই দায়িত্ব পালন করব।'

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
EXCLUSIVE: 'ও আমার প্রতিদ্বন্দ্বীই নয়, অপেক্ষা করুন', 'শেষ' দিনে কেবলই আস্ফালন শুভেন্দুর! নিশানায় কে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল