টোটো চালিয়েই চলে সংসার, তাতে কী! শত প্রলোভনেও এই মানুষটি যা করলেন, স্যালুট!
- Published by:Raima Chakraborty
Last Updated:
খোয়া যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে ৭৫ হাজার টাকা ফেরত পেলেন এক ব্যবসায়ী।
#দুর্গাপুর: টোটো চালকের মানবিক মুখ। টোটোর মধ্যে হারিয়ে যাওয়া ৭৫ হাজার টাকা ফেরত দিলেন ব্যক্তিকে। টাকা হারানোর একদিনের মধ্যেই টাকা ফেরত দেন চালক।
খোয়া যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে ৭৫ হাজার টাকা ফেরত পেলেন এক ব্যবসায়ী। স্বপন রায় নামে ওই ব্যবসায়ীকে বুধবার সিটি সেন্টার ফাঁড়িতে ডেকে তাঁর হাতে খোয়া যাওয়া টাকা তুলে দেওয়া হয়। মঙ্গলবার সকালে গাড়িতে করে বাড়ি যাওয়ার সময় স্বপনের ৭৫ হাজার টাকা ভর্তি ব্যাগ রাস্তায় পড়ে যায়। সিটি সেন্টার ফাঁড়িতে অভিযোগ করেন স্বপন। স্বরূপ মন্ডল নামে এক ব্যক্তি ওই টাকা ভর্তি ব্যাগটি পান।
advertisement
advertisement
আরও পড়ুন: ফের চোখরাঙানি করোনার, নবান্ন থেকেই বড় নির্দেশ মমতার!
ব্যাগ খুলে দেখেন টাকা ভর্তি আছে। এরপর স্বরূপ টাকা ভর্তি ব্যাগ সিটি সেন্টার ফাঁড়িতে জমা করেন। বুধবার দুপুরে স্বপনকে ডেকে টাকা ভর্তি ব্যাগ তাঁর হাতে তুলে দেওয়া হয়। টাকা ভর্তি ব্যাগ ফেরত দেওয়ার জন্য স্বরূপ মন্ডলকে ধন্যবাদ জানান স্বপন ও পুলিশকর্মীরা।
advertisement
অর্পণ চক্রবর্তী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 21, 2022 5:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টোটো চালিয়েই চলে সংসার, তাতে কী! শত প্রলোভনেও এই মানুষটি যা করলেন, স্যালুট!