TRENDING:

Bankura News: বাউলের আঙ্গিক এবং ফিউসন! কী হতে চলেছে বাঁকুড়ায়

Last Updated:

বাউল গান বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীতের একটি অনন্য ধারা। এটি বাউল সম্প্রদায়ের নিজস্ব সাধনগীত। আবহমান বাংলার প্রকৃতি, মাটি আর মানুষের জীবন জিজ্ঞাসা একাত্ম হয়ে ফুটে ওঠে বাউল গানে। আরও ফুটে ওঠে সাম্য ও মানবতার বাণী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: বাউল গান বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীতের একটি অনন্য ধারা। এটি বাউল সম্প্রদায়ের নিজস্ব সাধনগীত। আবহমান বাংলার প্রকৃতি, মাটি আর মানুষের জীবন জিজ্ঞাসা একাত্ম হয়ে ফুটে ওঠে বাউল গানে। আরও ফুটে ওঠে সাম্য ও মানবতার বাণী।
advertisement

এ ধারাটি পুষ্ট হয়েছে পঞ্চদশ শতাব্দীর তান্ত্রিক বৌদ্ধ ধর্মের ভাব, রাধাকৃষ্ণবাদ, বৈষ্ণব সহজিয়া তত্ত্ব ও সুফি দর্শনের প্রভাবে। কোনও কোনও ইতিহাসবিদের মতে, বাউল মতের উদ্ভব সাতের শতকে।

আরও পড়ুন: স্বামীকে গলা টিপে…নৃশংস খুনের পর্দাফাঁস, ময়না তদন্তে চাঞ্চল‍্যকর তথ‍্য, কীভাবে পুলিশের জালে খুনি স্ত্রী?

বাঁকুড়া এবং বীরভূম দুই জেলা বিখ্যাত তার বাউলের জন্য। তবে দুই জেলার আঙ্গিক আদান প্রদানের এক অনন্য উদ্যোগ জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের। যেখানে পাওয়া গেল বাঁধ ভাঙ্গা বাউল গান, এবং বাউল চর্চা।

advertisement

View More

সারা বছর বাউল শিল্পীরা সরকারি প্রকল্পের প্রচারে গান গেয়ে থাকেন। সেই প্রকল্পগুলোতে আবেদন করা থেকে শুরু করে কী কী সুযোগ-সুবিধা রয়েছে, পুরোটাই গানের মাধ্যমে তুলে ধরা হয়। বাঁকুড়া, বিষ্ণুপুর এবং খাতড়া এই তিন মহকুমা মিলিয়ে রয়েছেন শতাধিক বাউল শিল্পী, যারা আঞ্চলিক ভাষায় সামাজিক বিভিন্ন বিষয় তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে। তাঁদের মধ্য থেকেই ৫০ জন বিশিষ্ট শিল্পী এবং বীরভূম থেকে দুই জন শিল্পী অংশগ্রহণ করেন গানের আঙ্গিক এবং প্রকল্পের খুঁটিনাটি বুঝতে।

advertisement

তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক গনেশ হাঁসদা বলেন, “তিন দিন ব্যাপী আঙ্গিক ভিত্তিক কর্মশালা চলবে। প্রশিক্ষক আসছেন বীরভূম থেকে। আলাপ আলোচনার মধ্যে দিয়ে নিজেদের অবস্থান উন্নতির প্রচেষ্টা করেছেন তাঁরা। এছাড়াও প্রকল্পের নানান খুঁটিনাটি বুঝিয়ে দেওয়া হল সকলকে।”

আরও পড়ুন: উত্তাল বঙ্গোপসাগর, নিম্নচাপের জেরে আরও বাড়বে বৃষ্টি! সঙ্গে ঝোড়ো হাওয়া, দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভাসবে? বড় আপডেট হাওয়া অফিসের

advertisement

ভারতবর্ষে এমন একটা দেশ যেখানে প্রতি ১০০ কিলোমিটার পরিবর্তন হয় ভাষার আঙ্গিক এবং সংস্কৃতি। পশ্চিমবঙ্গের বাউল শিল্পের উপরও সেই দূরত্বের প্রভাব পড়ে। পশ্চিমবঙ্গের রাঢ় বঙ্গকে বেছে নিলেই বোঝা যাবে যে, রাঢ় বঙ্গের বিভিন্ন অঞ্চলে বাউল শিল্পের আঙ্গিক ভিন্ন ভিন্ন। সেই কারণেই এই “ফিউসন” এবং এই আঙ্গিক আদান-প্রদান।

সেরা ভিডিও

আরও দেখুন
পরিবেশবান্ধব থিমে মণ্ডপের গাছপালা যেন জীবন্ত, কাঁপাচ্ছে চন্দননগরের আলো
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বাউলের আঙ্গিক এবং ফিউসন! কী হতে চলেছে বাঁকুড়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল