আরও পড়ুন: কুটির থেকে ভারী, রকমারি শিল্পের সম্ভার নিয়ে মেলা
কাঁকসার পানাগড় বাজারের প্রয়াগপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। এই প্রাথমিক বিদ্যালয়ের টিচার ইনচার্জ রাজেশ কুমার অধিকারী। স্থানীয়দের কাছে রাজু স্যার বলেই পরিচিত। পড়ুয়া থেকে অভিভাবক সকলের মধ্যে তাঁর ব্যাপক জনপ্রিয়তা। কোনও পড়ুয়া অসুস্থ হয়ে স্কুলে না এলে ক্লাস শেষে তিনি বাড়ি গিয়ে তাকে দেখতে যান। সন্তানের মত করে ছোট ছোট বাচ্চাদের পড়ান এই স্যার।
advertisement
সেই রাজেশ কুমার অধিকারীর বদলির খবর আসতেই বিদ্যালয়ের সামনে জমায়েত করেন অভিভাবক এবং পড়ুয়ারা। এই বিষয়ে শিক্ষক রাজুবাবু বলেন, সকলের ভালবাসা, আবেগ দেখে আপ্লুত। কী করবেন বুঝে উঠতে পারছেন না। তবে বদলির খবরে বিদ্যালয়ের সামনে জমায়েতের বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু অভিভাবকদের দাবি পূরণ হবে কিনা, সে বিষয়ে তিনি কিছু বলতে চাননি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
অভিভাবকদের দাবি, রাজু স্যার স্কুলের দায়িত্ব নেওয়ার পর থেকেই অনেক উন্নতি হয়েছে। এলাকায় সাক্ষরতার হার বাড়াতে নিরন্তর কাজ করেছেন এই শিক্ষক। তাঁকে এইভাবে বদলি করা চলবে না।
নয়ন ঘোষ