West Medinipur News: কুটির থেকে ভারী, রকমারি শিল্পের সম্ভার নিয়ে মেলা

Last Updated:

পশ্চিম মেদিনীপুর জেলায় ২৫ জানুয়ারি বৃহস্পতিবার উদ্বোধন হয় ১১ তম ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ার অ্যান্ড হ্যান্ডিক্রাফট এক্সপো ২০২৪

+
মেলার

মেলার স্টলে মন্ত্রী 

পশ্চিম মেদিনীপুর: মেলা মানে আনন্দের জায়গা। বাহারি স্টল, নানান জিনিসের বিক্রি, আনন্দ হই হুল্লোড়ে কাটে। তবে নানান ব্যবসায়ী, শিল্পোদ্যোগীদের পাশাপাশি গ্রামীণ এলাকায় কুটির শিল্পীদের পরিচিতি ও শিল্পের উন্নতি ঘটাতে জেলায় আয়োজিত হল ট্রেড ফেয়ার ও হ্যান্ডিক্রাফট এক্সপো’র।
শিশুমেলা, বইমেলা, স্বাস্থ্যমেলা তো দেখেছেন, কিন্তু শিল্প মেলা দেখেছেন কি? যেখানে জেলার বিভিন্ন প্রান্তের একাধিক ব্যবসায়ী তাঁদের তৈরি নানান জিনিসের পসরা সাজিয়ে বসেছেন। কুটির, মাঝারি শিল্পের পাশাপাশি বৃহৎ শিল্পেরও বিকাশ ঘটাতে এই মেলার আয়োজন। পশ্চিম মেদিনীপুর জেলায় ২৫ জানুয়ারি বৃহস্পতিবার উদ্বোধন হয় ১১ তম ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ার অ্যান্ড হ্যান্ডিক্রাফট এক্সপো ২০২৪-এর। বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের মুক্তমঞ্চে আয়োজন করা হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানের। ২৫ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
মূলত মাঝারি ও প্রত্যন্ত গ্রামীন এলাকার নানান কুটির শিল্প, বাটিক, হ্যান্ডিক্রাফট ইত্যাদির প্রসার ঘটানোর লক্ষ্যে এই মেলার আয়োজন। এই মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া,ষ‌ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশেদ আলি কাদরি সহ একাধিক বিশিষ্ট জনেরা। মেলার উদ্বোধনের দিন একাধিক স্টল ঘুরে দেখেন রাজ্যের মন্ত্রী সহ একাধিক বিশিষ্টজন। মেলায় বসা স্টল থেকে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কিনতে দেখা যায় বিশিষ্টজনদের। পাশাপাশি এই দিনের এই অনুষ্ঠান থেকে পশ্চিম মেদিনীপুর জেলাকে শিল্পের ডেস্টিনেশন বানানোর জন্য শিল্পোদ্যোগীদের কাছে আবেদন জানিয়েছেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: কুটির থেকে ভারী, রকমারি শিল্পের সম্ভার নিয়ে মেলা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement