TRENDING:

Suri School Reopening: সেই চেনা বেঞ্চ, চেনা ক্লাসরুমের গন্ধ, স্কুল খোলার উচ্ছ্বাস পড়ুয়াদের

Last Updated:

Suri School Reopening: বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়ের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের আদুরে বকা । গত দু’ বছর ধরে করোনা ভাইরাস (CoronaVirus) মানুষের জীবনকে করে তুলেছে গতিহীন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিউড়ি : দীর্ঘ দিন পর প্রাণচঞ্চল সিউড়ি আর টি গার্লস হাইস্কুলের (Suri School Reopening) মাঠ । বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়ের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের আদুরে বকা । গত দু’ বছর ধরে করোনা ভাইরাস (CoronaVirus) মানুষের জীবনকে করে তুলেছে গতিহীন । করোনার জেরে বন্ধ সমস্ত দোকান পাট থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান । তাই ঘরে বসেই দিন কাটাতে হচ্ছিল ছাত্র-ছাত্রীদের ।
advertisement

তবে দীর্ঘ দিন সব বন্ধ থাকার পর করোনা পরিস্থিতি একটু স্থিতিশীল হলে আবার খোলা হয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে দোকানপাট । কিন্তু স্কুল কলেজ খুলতেই ছাত্র-ছাত্রীদের মধ্যে বাড়তে থাকে সংক্রমণ । আক্রান্ত হতে থাকে শিশুরা । করোনা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে আবার । তাই অবিলম্বে পুনরায় বন্ধ করে দেওয়া হয় আবার স্কুল কলেজ । ইদানীং কিছুটা হলেও কমতে থাকে সংক্রমণ । ফের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার । শেষমেশ দীর্ঘ দিন পর ৩ তারিখ রাজ্যে খোলে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় । কয়েক মাস পর আবার বেজে ওঠে স্কুলের ঘণ্টা । ভরে ওঠে ছাত্র-ছাত্রীদের কলরবে গোটা স্কুল চত্বর ।

advertisement

আরও পড়ুন : পাত্রীর পরিবারের কাছ থেকে ৬ লক্ষের বেশি টাকা আত্মসাৎ করে বিয়ের দিন উধাও হবু ‘অধ্যাপক’ বর

আরও পড়ুন : পুলিশফাঁড়ি চত্বরে মালাবদল, সিঁদুরদান, প্রেমিককে তুলে এনে অনাথ প্রেমিকার সঙ্গে বিয়ে দিল পুলিশই

সেরা ভিডিও

আরও দেখুন
সামনের লম্বা ছুটিতে ডুয়ার্স ঘুরতে যাওয়ার প্ল্যান! কোথায় পড়বে কত খরচ, জানুন
আরও দেখুন

তাই প্রথম দিন রাজ্যের সব স্কুলেই পরিবেশ একরকম । ঠিক তেমনই অনেক দিন পর স্কুলে এসে একে অপরকে জড়িয়ে আনন্দ প্রকাশ করছে বীরভূমের সিউড়ি আর টি গার্লস স্কুলের ছাত্রীরা । পাশাপাশি এত দিন পর ছাত্রীদের কলরবে আনন্দিত শিক্ষিকারাও । করোনা বিধি পালনের কথা বলতে ছাত্রীদের একটু বকাবকি করতে হলেও তার মধ্যেও দারুণ আনন্দ প্রকাশ করেছেন স্কুলের শিক্ষিকারা । সিউড়ি আর টি স্কুলের টিআইসি ক্রিস্টিনা মার্ডি বলেন, ‘‘দীর্ঘ দিন পর স্কুল খোলায় আনন্দিত ছাত্রীরা । তাই বার বার তাদের দূরত্ব বজায় রাখার নির্দেশ দিতে বকুনি দিতে হচ্ছে আমাদের । কিন্তু তার মধ্যেও একটা আনন্দ অনুভব করছি । ছাত্রীরাও অনেক দিন পর বন্ধুদের পেয়ে খুব খুশি ।’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suri School Reopening: সেই চেনা বেঞ্চ, চেনা ক্লাসরুমের গন্ধ, স্কুল খোলার উচ্ছ্বাস পড়ুয়াদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল