TRENDING:

Suri School Reopening: সেই চেনা বেঞ্চ, চেনা ক্লাসরুমের গন্ধ, স্কুল খোলার উচ্ছ্বাস পড়ুয়াদের

Last Updated:

Suri School Reopening: বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়ের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের আদুরে বকা । গত দু’ বছর ধরে করোনা ভাইরাস (CoronaVirus) মানুষের জীবনকে করে তুলেছে গতিহীন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিউড়ি : দীর্ঘ দিন পর প্রাণচঞ্চল সিউড়ি আর টি গার্লস হাইস্কুলের (Suri School Reopening) মাঠ । বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়ের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের আদুরে বকা । গত দু’ বছর ধরে করোনা ভাইরাস (CoronaVirus) মানুষের জীবনকে করে তুলেছে গতিহীন । করোনার জেরে বন্ধ সমস্ত দোকান পাট থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান । তাই ঘরে বসেই দিন কাটাতে হচ্ছিল ছাত্র-ছাত্রীদের ।
advertisement

তবে দীর্ঘ দিন সব বন্ধ থাকার পর করোনা পরিস্থিতি একটু স্থিতিশীল হলে আবার খোলা হয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে দোকানপাট । কিন্তু স্কুল কলেজ খুলতেই ছাত্র-ছাত্রীদের মধ্যে বাড়তে থাকে সংক্রমণ । আক্রান্ত হতে থাকে শিশুরা । করোনা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে আবার । তাই অবিলম্বে পুনরায় বন্ধ করে দেওয়া হয় আবার স্কুল কলেজ । ইদানীং কিছুটা হলেও কমতে থাকে সংক্রমণ । ফের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার । শেষমেশ দীর্ঘ দিন পর ৩ তারিখ রাজ্যে খোলে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় । কয়েক মাস পর আবার বেজে ওঠে স্কুলের ঘণ্টা । ভরে ওঠে ছাত্র-ছাত্রীদের কলরবে গোটা স্কুল চত্বর ।

advertisement

আরও পড়ুন : পাত্রীর পরিবারের কাছ থেকে ৬ লক্ষের বেশি টাকা আত্মসাৎ করে বিয়ের দিন উধাও হবু ‘অধ্যাপক’ বর

আরও পড়ুন : পুলিশফাঁড়ি চত্বরে মালাবদল, সিঁদুরদান, প্রেমিককে তুলে এনে অনাথ প্রেমিকার সঙ্গে বিয়ে দিল পুলিশই

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে জানেন?
আরও দেখুন

তাই প্রথম দিন রাজ্যের সব স্কুলেই পরিবেশ একরকম । ঠিক তেমনই অনেক দিন পর স্কুলে এসে একে অপরকে জড়িয়ে আনন্দ প্রকাশ করছে বীরভূমের সিউড়ি আর টি গার্লস স্কুলের ছাত্রীরা । পাশাপাশি এত দিন পর ছাত্রীদের কলরবে আনন্দিত শিক্ষিকারাও । করোনা বিধি পালনের কথা বলতে ছাত্রীদের একটু বকাবকি করতে হলেও তার মধ্যেও দারুণ আনন্দ প্রকাশ করেছেন স্কুলের শিক্ষিকারা । সিউড়ি আর টি স্কুলের টিআইসি ক্রিস্টিনা মার্ডি বলেন, ‘‘দীর্ঘ দিন পর স্কুল খোলায় আনন্দিত ছাত্রীরা । তাই বার বার তাদের দূরত্ব বজায় রাখার নির্দেশ দিতে বকুনি দিতে হচ্ছে আমাদের । কিন্তু তার মধ্যেও একটা আনন্দ অনুভব করছি । ছাত্রীরাও অনেক দিন পর বন্ধুদের পেয়ে খুব খুশি ।’’

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suri School Reopening: সেই চেনা বেঞ্চ, চেনা ক্লাসরুমের গন্ধ, স্কুল খোলার উচ্ছ্বাস পড়ুয়াদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল