প্রতি বছর প্রকৃতির রোষে খানাকুলে ভয়াবহ বন্যার ছবি পড়ুয়াদের অতি পরিচিত। এবারও গত একমাস ধরে জলমগ্ন খানাকুলের বিস্তীর্ণ অংশ। এই ঘটনা শিশুমনকেও নাড়া দিয়েছে। তাই তাঁদের বিশ্বাস, সবুজায়নই প্রকৃতির রুদ্র রূপকে শান্ত করতে পারে। গাছের সংখ্যা বাড়লে প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে, পোক্ত হবে বাঁধ। তাই অভিনব রাখির মাধ্যমে সবুজায়নের লক্ষ্যে নামল রামনগর অতুল বিদ্যালয়ের পড়ুয়ারা।
advertisement
আরও পড়ুনঃ তিলপাড়া ব্যারেজের শোচনীয় অবস্থা! আজই পরিদর্শনে আসছেন…! শুরু সাময়িক সংস্কারের কাজ
বিভিন্ন ফলের বীজ দিয়ে নিজেদের হাতে রাখি বানিয়েছিল খানাকুলের এই সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সহযোগিতা করেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। রাখিবন্ধনের দিন পথচলতি মানুষকে রাখি পরিয়ে পরিবেশ বাঁচানোর বার্তা দেয় খুদেরা।
রাখিবন্ধন মানেই উৎসবের আবহ। সেই উৎসবের মাঝেই পরিবেশ বাঁচানোর বার্তা দিল রামনগর অতুল বিদ্যালয়ের পড়ুয়ারা। খানাকুল জুড়ে বিদ্যালয়ের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।