TRENDING:

স্কুলে নেই হলঘর, শীত-গ্রীষ্ম-বর্ষা মাঠে, ঘাটে বসে মিড মে মিল খেতে হয় পড়ুয়াদের

Last Updated:

স্কুল বিল্ডিং ঘিরে কোনও প্রাচীর নেই। আমফানের পর বেশ কয়েকটি ঘরের ছাদ উড়ে গিয়েছে। সেগুলি সংস্কারের ব্যাপারেও কোনও উদ্যোগ নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্বনৈছনপুর: শীত-গ্রীষ্ম-বর্ষা। গাছতলাই ভরসা। স্কুলে কোনও হলঘর নেই। তাই গাছতলায় দাঁড়িয়ে, বসে মিড ডে মিলের খাবার খায় স্কুল পড়ুয়ারা! ময়না এলাকার পুর্ব নৈছনপুর হাই স্কুলের ঘটনা।
advertisement

যেখানে সুবিশাল স্কুল বিল্ডিং আছে। কিন্তু নেই মিড ডে মিলের জন্য কোনও ডাইনিং রুম। অগত্যা স্কুল মাঠে, গাছ তলায়, পুকুর ঘাটে দাঁড়িয়েই খেতে হয় খাবার।

আরও পড়ুন: অবাক করল ক্লাস ইলেভেনের দুই খুদে বিজ্ঞানী! তৈরি করে ফেলল আস্ত একটা ড্রোন

পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পূর্বনৈছনপুর হাইস্কুল। জেলার স্কুলগুলি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের রেজাল্টে রাজ্যে ভাল জায়গা দখলের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। কিন্তু পরিকাঠামোগত উন্নয়নে অনেক পিছনে রয়েছে জেলার বহু স্কুলই। সে রকমই এক স্কুল ময়নার পুর্ব নৈছনপুর হাই স্কুল। ময়না থেকে নরঘাট রূপনারায়ণ নদ বরাবর পাকা রাস্তার ধারেই পূর্ব নৈছপুরে কয়েক বিঘা জমির ওপর এই স্কুলটির অবস্থান।

advertisement

আরও পড়ুন: জমিতে জল দেওয়া নিয়ে বিবাদ! বাড়িতে ঢুকে বোমাবাজি, জখম এক পরিবারের ৫ জন

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

স্কুল বিল্ডিং ঘিরে কোনও প্রাচীর নেই। আমফানের পর বেশ কয়েকটি ঘরের ছাদ উড়ে গিয়েছে। সেগুলি সংস্কারের ব্যাপারেও কোনও উদ্যোগ নেই। করোনা আবহ কাটিয়ে ছাত্রছাত্রীরা স্কুলেও ফিরছে। স্কুলের ডাইনিং রুম না থাকায় সেই গাছ তলায়, মাঠে বা পুকুর ঘাটে দাঁড়িয়ে দুপুরের মিড ডে মিল খেতে হচ্ছে। গোটা বিষয়টি নিয়ে পড়ুয়ারা বেশ অসন্তুষ্ট। একই রকমের ক্ষুব্ধ শিক্ষকরাও। তাঁরা সকলেই চান, স্কুলে দ্রুত গড়ে উঠুক পরিকাঠামো।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্কুলে নেই হলঘর, শীত-গ্রীষ্ম-বর্ষা মাঠে, ঘাটে বসে মিড মে মিল খেতে হয় পড়ুয়াদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল