TRENDING:

ফুল ফলের গাছে সাজানো স্কুল, কচি হাতে মিড ডে মিলের সবজি ফলাচ্ছে প্রাথমিকের পড়ুয়ারা

Last Updated:

Kitchen Garden at School: স্কুলে মিড-ডে মিল রান্নায় এই বাগানের আনাজ ব্যবহার করা হচ্ছে। এমনই ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমানের ভাতার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাতার : পড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে স্কুলের মধ্যেই গড়ে তোলা হয়েছে শাক আনাজের বাগান। সেখানে ফলছে টোম্যাটো, বাঁধাকপি, মুলো, বেগুন, পালং শাক-সহ বিভিন্ন শাক ও আনাজ। রয়েছে আম, পেয়ারা, জামরুল, সবেদা-সহ বিভিন্ন ফলের গাছ। বিভিন্ন ধরনের ফুল গাছে সাজিয়ে তোলা হয়েছে বাগানের চারপাশ। স্কুলে মিড-ডে মিল রান্নায় এই বাগানের আনাজ ব্যবহার করা হচ্ছে। এমনই ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমানের ভাতার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে।
স্কুলে মিড-ডে মিল রান্নায় এই বাগানের আনাজ ব্যবহার করা হচ্ছে
স্কুলে মিড-ডে মিল রান্নায় এই বাগানের আনাজ ব্যবহার করা হচ্ছে
advertisement

শিক্ষকরা জানালেন, মিড ডে মিলে সপ্তাহে দু'দিন ডিম দেওয়া হয়। বাকি দিনগুলিতে দেওয়া হয় আনাজ-ভাত। সেই আনাজের যতটা পারা যায় স্কুলে তৈরি করার চেষ্টা হয়। গ্রামের স্বনির্ভর দলের সদস্যরা রয়েছেন মিড-ডে মিল রান্নার দায়িত্বে।

খেলার ছলে পড়ুয়ারা যাতে পড়াশোনা শিখতে পারে তার জন্য বিশেষ নজর রাখা হয় স্কুলে। কর্তৃপক্ষ জানান, স্কুলের মধ্যেই রয়েছে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি। স্কুলের প্রতিটি দেওয়ালে মনীষীদের ছবি আঁকা হয়েছে। তাঁদের জীবন ও কর্ম এই সম্পর্কে পড়ুয়াদের উৎসাহিত করতেই এক এই উদ্যোগ। দেওয়ালগুলিতে রয়েছে অন্য শিক্ষামূলক বিষয় ও সহজপাঠের নানা ছবিও। তার সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে গ্রহ-নক্ষত্র-সহ জ্ঞান-বিজ্ঞানের নানা বিষয়ের কথা।

advertisement

আরও পড়ুন : কলকাতায় শীতের ৫ বছরের রেকর্ড চূর্ণ, এ বার ১০ বছরের রেকর্ডও কি ভাঙবে এই মাসেই

স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপকুমার পাঠক বলেন, ২০১৯ সালের স্কুলটি জেলা স্তরে নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছে। স্কুলে একজন পার্শ্ব-শিক্ষিকা ও চারজন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। তাঁরা সকলেই পড়ুয়াদের লেখাপড়া ও আচার আচরণের দিকে খেয়াল রাখেন। তেমনই স্কুলের ছাত্রছাত্রীরাও স্কুলকে নিজের বাড়ির মতো পরিচ্ছন্ন ব রাখতে চেষ্টা করে। শিক্ষকরা  জানান, ফুলের বাগান, আনাজ খেত পরিচর্যাতেও হাত লাগায় পড়ুয়ারা।

advertisement

আরও পড়ুন :  ঐতিহ্য ও পিঠের স্বাদ ধরে রাখতে আজও ঢেঁকি চাল গুঁড়ো করে জলপাইগুড়িতে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পরিচ্ছন্নতার পাশাপাশি পড়ুয়াদের স্বাস্থ্য-বিধি মেনে চলার পাঠ দেওয়া হয়। ছাত্র-ছাত্রীদের নিয়ম মেনে প্রতিদিন খাবার আগে সাবান দিয়ে হাত ধোয়ানোর ব্যবস্থা রয়েছে স্কুলে। স্কুলে শিশু সংসদ থাকার পাশাপাশি শিশুদের উপযোগী নানা অনুষ্ঠান আয়োজিত হয়। প্রতি বছর স্কুলের প্রতিষ্ঠা দিবসে বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হয়। ওই অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি পরিবেশন করে স্কুলের পড়ুয়ারা। স্কুলের পড়ুয়াদের তৈরি বিভিন্ন বিজ্ঞানের মডেল, হাতের কাজের নানা সামগ্রী ইত্যাদি। নিয়ে আয়োজিত হয় মেলা। ভাতার চক্রের উদ্যোগে আয়োজিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতাতেও নিয়মিত যোগ দেয় স্কুলের পড়ুয়ারা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফুল ফলের গাছে সাজানো স্কুল, কচি হাতে মিড ডে মিলের সবজি ফলাচ্ছে প্রাথমিকের পড়ুয়ারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল