আরও পড়ুন : অন্তঃসত্ত্বার মৃত্যু ঘিরে উত্তেজনা, ভাঙচুর নার্সিংহোমে
এদিকে কলেজের পাশাপাশি আজ পূর্ব মেদিনীপুরের সব জায়গায় স্কুল খোলা নিয়ে জোর তৎপরতা নজরে পড়ে। যেখানে মাস্ক পরে ছাত্রছাত্রীদের স্কুলে ঢোকার ছবি ধরা পড়ে। তবে আনন্দের সঙ্গে তাঁরা আশংকাও প্রকাশ করছে। তাদের কথায়-"ভাল লাগছে। ভয়ও লাগছে। কারণ অনেক দিন পরে স্কুল খুলছে, তাই আনন্দ পাচ্ছি। কিন্তু ভয় পাচ্ছি সবার তো এখনও ভ্যাক্সিনেশন হয়ে ওঠেনি। তবে সবাই আমরা রোমাঞ্চিত!"
advertisement
আরও পড়ুন : পুলিশের মানবিক মুখ, অন্নসংস্থানের জন্য দুর্ঘটনাগ্রস্ত গাড়িচালককে টোটো উপহার
দীর্ঘ দিন পর চৌকাঠ পেরিয়ে স্কুল রুমে ঢোকার সময় এমন মন্তব্যই শোনা গেল মেদিনীপুরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মুখে। তারা সকলেই যে স্কুল খোলার জন্য মুখিয়ে ছিল, সে কথাও জানাতে ভোলেনি পড়ুয়ারা।
আরও পড়ুন : বেহাল রাস্তার প্রতিবাদে বিক্ষোভের মুখে বিডিও, সমাধানের আশ্বাসে মিলল রেহাই
রাজ্যের অন্যান্য জায়গার মতো পূর্ব মেদিনীপুরের সব জায়গায় এদিন সকাল থেকেই স্কুল খোলার ছবি। নন্দীগ্রাম থেকে গোপালপুর। তমলুক থেকে হলদিয়া-কাঁথি, দিঘা-পাঁশকুড়া-এক কথায় সব স্কুল কলেজের গেটেই আজ অতীতের আবহ, বরণের ছবি!