TRENDING:

School College Reopen: গোলাপ ফুল-চকলেটে কলেজের গেটে বরণ ছাত্রছাত্রীদের, স্কুলে ফিরে উচ্ছ্বসিত পড়ুয়ারাও

Last Updated:

তাদের হাতে গোলাপফুল, চকোলেট তুলে দিয়ে স্বাগত জানানো হয়। সব কিছু দেখে শুনে খুশি কলেজ পড়ুয়ারা (East Medinipur School College reopen)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোলাঘাট : দীর্ঘ বিরতির পর কলেজ খুলল মঙ্গলবার। দিনটিকে স্মরণীয় করে রাখতেই মেদিনীপুরের কোলাঘাটের (Kolaghat) রবীন্দ্র মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের অভিনব উদ্যোগ৷ কলেজের গেটে ছাত্র ছাত্রীদের তাপমাত্রা চেকিং, স্যানিটাইজার আর মাস্ক বিলি করা হয়। সেইসঙ্গে তাঁদের হাতে গোলাপফুল, চকোলেট তুলে দিয়ে স্বাগত জানানো হয়। সব কিছু দেখে শুনে খুশি কলেজ পড়ুয়ারা (School College reopen)।
advertisement

আরও পড়ুন : অন্তঃসত্ত্বার মৃত্যু ঘিরে উত্তেজনা, ভাঙচুর নার্সিংহোমে

এদিকে কলেজের পাশাপাশি আজ পূর্ব মেদিনীপুরের সব জায়গায় স্কুল খোলা নিয়ে জোর তৎপরতা নজরে পড়ে। যেখানে মাস্ক পরে ছাত্রছাত্রীদের স্কুলে ঢোকার ছবি ধরা পড়ে। তবে আনন্দের সঙ্গে তাঁরা আশংকাও প্রকাশ করছে। তাদের কথায়-"ভাল লাগছে। ভয়ও লাগছে। কারণ অনেক দিন পরে স্কুল খুলছে, তাই আনন্দ পাচ্ছি। কিন্তু ভয় পাচ্ছি সবার তো এখনও ভ্যাক্সিনেশন হয়ে ওঠেনি। তবে সবাই আমরা রোমাঞ্চিত!"

advertisement

আরও পড়ুন : পুলিশের মানবিক মুখ, অন্নসংস্থানের জন্য দুর্ঘটনাগ্রস্ত গাড়িচালককে টোটো উপহার

দীর্ঘ দিন পর চৌকাঠ পেরিয়ে স্কুল রুমে ঢোকার সময় এমন মন্তব্যই শোনা গেল মেদিনীপুরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মুখে। তারা সকলেই যে স্কুল খোলার জন্য মুখিয়ে ছিল, সে কথাও জানাতে ভোলেনি পড়ুয়ারা।

আরও পড়ুন : বেহাল রাস্তার প্রতিবাদে বিক্ষোভের মুখে বিডিও, সমাধানের আশ্বাসে মিলল রেহাই

advertisement

রাজ্যের অন্যান্য জায়গার মতো পূর্ব মেদিনীপুরের সব জায়গায় এদিন সকাল থেকেই স্কুল খোলার ছবি। নন্দীগ্রাম থেকে গোপালপুর। তমলুক থেকে হলদিয়া-কাঁথি, দিঘা-পাঁশকুড়া-এক কথায় সব স্কুল কলেজের গেটেই আজ অতীতের আবহ, বরণের ছবি!

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
School College Reopen: গোলাপ ফুল-চকলেটে কলেজের গেটে বরণ ছাত্রছাত্রীদের, স্কুলে ফিরে উচ্ছ্বসিত পড়ুয়ারাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল