শিক্ষার আনন্দ বাড়াতে অনন্য এক উদ্যোগ নিয়েছেন শিক্ষকরা। আগস্ট মাসে যাদের জন্মদিন, তাদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে। ফলে ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি হয়েছে এক ভিন্ন মাত্রার আনন্দ।
স্কুলের দেওয়াল জুড়ে আঁকা হয়েছে পোস্ট অফিস, পুলিশ চৌকি, এমনকি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের প্রতীকী ছবি। যেদিকে তাকানো যায়, সর্বত্রই রয়েছে শিক্ষা-মূলক বার্তা। শুধু পড়াশোনাই নয়, স্কুলে রয়েছে একটি ‘ভাণ্ডার’, যেখানে ছাত্রছাত্রীরা সামান্য টাকা জমিয়ে রাখে। সেই টাকায় পেন-খাতা বাজারের তুলনায় অনেক কম দামে সরবরাহ করা হয়।
advertisement
আরও পড়ুন: শুঁটকির ব্যবসায় বড়সড় ধস! মাছের বাজারে কোটি কোটি টাকার লোকসান
বিদ্যালয়ের চত্বরজুড়ে রয়েছে ফুল ও সবজি চাষ, পাখি ও অ্যাকোরিয়াম, এমনকি ছাত্রছাত্রীদের তৈরি ছোটখাটো হাটও। ভারতবর্ষের মনীষীদের ছবি এখানে বিশেষভাবে স্থান পেয়েছে। বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিও বসানো হয়েছে। এই সবকিছুর উদ্যোগ নিয়েছেন বর্তমান শিক্ষক বসুকিনাথ বিশ্বাস ও তাঁর মা।
আরও পড়ুন: পুজোয় ট্রেন্ডিং মডার্ন তাঁতের শাড়ি! দেখেই ‘ফিদা’ মহিলারা, সস্তায় কিনতে চাইলে আসতে হবে…
সবমিলিয়ে, ভাজন ঘাট প্রাইমারি স্কুল আজ শিক্ষার পাশাপাশি আদর্শ পরিবেশ তৈরি করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অনেকেই বলছেন, সরকারি স্কুলের মধ্যেও এ এক অনুকরণীয় উদাহরণ।