বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও মুগবেড়িয়া কলেজে গণ্ডগোল থামার কোনও লক্ষ্মণ দেখা যায়নি। কলেজ চত্বর ছেড়ে প্রকাশ্য রাস্তায় নেমে চলে মারামারি। পরে প্রচুর সংখ্যক পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। গোটা ঘটনায় অভিযোগের তির তৃণমূলের প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট সুকান্ত খাটুয়ার বিরুদ্ধে। সূত্রের খবর, কলেজ সম্পত্তি ভাঙচুরের জন্য এর আগেও সতর্ক করা হয়েছিল তাঁকে দলের তরফে। এমনকী তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তাঁকে বহিষ্কারও করেছে বলে দাবি।
advertisement
অভিযোগ, এদিন সুকান্তর অনুগামীরা কলেজ ঢুকলে তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়ারা।
আরও পড়ুন, ছেলের চুলের কাটিং দেখে বকুনি বাবার, পরের কাণ্ড মারাত্মক
কলেজ ইউনিয়ন কার দখলে থাকবে, তা নিয়েই শুরু হয় দুপক্ষের বচসা। সেই বচসা গড়ায় হাতাহাতিতে। কলেজ ইউনিয়নের চেয়ার, টেবিল ও জানলা ভাঙচুর করা হয়। ভাঙচুরের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর বিরুদ্ধে।
আরও পড়ুন, টেট বানচালের আশঙ্কা প্রকাশ পর্ষদ সভাপতির, সাংবাদিক বৈঠকে বিস্ফোরক কথা
মূলত, কলেজের ইউনিয়নের দখল কার হাতে থাকবে, তা নিয়েই বর্তমান এবং প্রাক্তন ছাত্র নেতৃত্বদের নিয়ে বচসা শুরু হয়। দু পক্ষেই হাতহাতিতে বেশ কয়েকজন জখম হয়েছে বলে দাবি। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও কলেজে অশান্তি থামেনি বলে অভিযোগ। শেষে প্রচুর সংখ্যক পুলিশ এবং ব়্যাফ ঘটনাস্থলে পৌঁছায়।