TRENDING:

ইউনিয়ন কার হাতে থাকবে, পূর্ব মেদিনীপুরের কলেজে ধুন্ধুমার পরিস্থিতি

Last Updated:

কলেজ ইউনিয়ন কার দখলে থাকবে, তা নিয়েই শুরু হয় দুপক্ষের বচসা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব মেদিনীপুর: ছাত্র সংগঠনের দুই গোষ্ঠীর অশান্তিতে প্রবল উত্তেজনা ছড়াল কলেজে। ঘটনা পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের। অভিযোগ, কলেজের তৃণমূল ছাত্র পরিষদের অফিস ভাঙচুর করা হয়। সেই সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের কিছু ছাত্রছাত্রীকেও আক্রমণ করা হয়। অভিযোগের তির, প্রাক্তন ইউনিট প্রেসিডেন্টের অনুগামীদের বিরুদ্ধে। দুই পক্ষই একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে।
advertisement

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও মুগবেড়িয়া কলেজে গণ্ডগোল থামার কোনও লক্ষ্মণ দেখা যায়নি। কলেজ চত্বর ছেড়ে প্রকাশ্য রাস্তায় নেমে চলে মারামারি। পরে প্রচুর সংখ্যক পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। গোটা ঘটনায় অভিযোগের তির তৃণমূলের প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট সুকান্ত খাটুয়ার বিরুদ্ধে। সূত্রের খবর, কলেজ সম্পত্তি ভাঙচুরের জন্য এর আগেও সতর্ক করা হয়েছিল তাঁকে দলের তরফে। এমনকী তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তাঁকে বহিষ্কারও করেছে বলে দাবি।

advertisement

অভিযোগ, এদিন সুকান্তর অনুগামীরা কলেজ ঢুকলে তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়ারা।

আরও পড়ুন, ছেলের চুলের কাটিং দেখে বকুনি বাবার, পরের কাণ্ড মারাত্মক

কলেজ ইউনিয়ন কার দখলে থাকবে, তা নিয়েই শুরু হয় দুপক্ষের বচসা। সেই বচসা গড়ায় হাতাহাতিতে। কলেজ ইউনিয়নের চেয়ার, টেবিল ও জানলা ভাঙচুর করা হয়। ভাঙচুরের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর বিরুদ্ধে।

advertisement

আরও পড়ুন, টেট বানচালের আশঙ্কা প্রকাশ পর্ষদ সভাপতির, সাংবাদিক বৈঠকে বিস্ফোরক কথা

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় নৈহাটি যেতে না পারলে চলে আসুন 'এখানে'! দর্শন পাবেন 'বড়মা'র
আরও দেখুন

মূলত, কলেজের ইউনিয়নের দখল কার হাতে থাকবে, তা নিয়েই বর্তমান এবং প্রাক্তন ছাত্র নেতৃত্বদের নিয়ে বচসা শুরু হয়। দু পক্ষেই হাতহাতিতে বেশ কয়েকজন জখম হয়েছে বলে দাবি। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও কলেজে অশান্তি থামেনি বলে অভিযোগ। শেষে প্রচুর সংখ্যক পুলিশ এবং ব়্যাফ ঘটনাস্থলে পৌঁছায়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ইউনিয়ন কার হাতে থাকবে, পূর্ব মেদিনীপুরের কলেজে ধুন্ধুমার পরিস্থিতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল