ঋত্বিক জানিয়েছেন, বিদ্যালয় স্তরের পড়াশোনা প্রথমে স্থানীয় রায়দোগাছিয়া প্রাথমিক বিদ্যালয় এবং পরবর্তীতে পারুলিয়া কুলকামিনী উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন করেন ।পরবর্তীতে ঋত্বিক এক বছর পড়াশোনা করেন বেলুড় রামকৃষ্ণ বিদ্যামন্দিরে। এর পর উচ্চ শিক্ষার জন্য তিনি পাড়ি দেন ভিন রাজ্যে । এই প্রসঙ্গে ঋত্বিক জানান, গত পাঁচ বছর ধরে পুণায় পড়াশোনা করছেন। কেমিস্ট্রিতে সাম্মানিক স্নাতক হয়েছেন । শেষ অক্টোবর মাসে আমেরিকায় পিএইচডি করার জন্য আবেদন করেছে। কিছুদিন আগে তাঁর অফার লেটার এসেছে এমআইটি থেকে । তিনি অর্গানিক কেমিস্ট্রির উপর পিএইচডি করতে চলেছেন।
advertisement
গত অক্টোবর মাসে পিএইচডি করার জন্য আবেদন করেছিলেন ঋত্বিক হালদার । দীর্ঘ অপেক্ষার অবসানের পর এবার সেখান থেকেই ডাক এল তার। ঋত্বিকের বাবা পেশায় মাছ ব্যবসায়ী। অতীতে পারিবারিক নানা প্রতিকূলতা পেরিয়ে নিজের পড়াশোনা এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। আজ সেই পড়াশোনাকে সঙ্গী করেই ঋত্বিক যাবেন আমেরিকা। স্বভাবতই ছেলের এই সাফল্যে খুশি ঋত্বিকের মা।
আরও পড়ুন : বাড়ির বাগানে বিশেষ কোণে রাখুন ফল ও ফুলের গাছ, সংসারে হু হু করে আসবে টাকা, নইলে ঘোর অনর্থ!
তিনি বলেন, “এর আগেও ঋত্বিক তিন,চার জায়গায় পি এইচ ডি করার সুযোগ পেয়েছে । কিন্তু এ বার এখানে যাবে । আমি চাই ঋত্বিক আরও বড় হোক এবং দেশের জন্য কাজ করুক । ছোট থেকেই ঋত্বিক বলত- আমি অনেক পড়াশোনা করব, আজ ও বড় জায়গায় পৌঁছেছে আমি খুব খুশি ।”
কেমিস্ট্রি নিয়ে এই গবেষণা আগামী দিনে মানুষের কল্যাণে দরকার হবে বলে মত পূর্বস্থলীর ঋত্বিক হালদারের। তার স্বপ্ন আগামী দিনে বিজ্ঞানী বা অধ্যাপক হওয়ার। আর সেই ইচ্ছে নিয়েই এবার আমেরিকা পাড়ি দেবেন পূর্বস্থলীর ঋত্বিক হালদার।