TRENDING:

Student Death News: ভিনরাজ্যে হস্টেলের ১১ তলা থেকে পড়ে মৃত্যু ছাত্রের! আইনের কাছে বিচার চান বাবা!

Last Updated:

Student Death News: এখনও মেলেনি বিচার! ছেলের র‍্যাগিংয়েই মৃত্যু দাবি বাবার!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর: যাদবপুরের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে র‍্যাগিং কতটা ভয়ঙ্কর। কলেজে ভর্তি হওয়া তরতাজা এক যুবকের মৃত্যু ঘিরে চারিদিকে আলোড়ন সৃষ্টি হয়েছে। যেভাবে যাদবপুরে স্বপ্নদীপের মৃত্যু হয়েছে, একই ভাবে অন্ধ্রপ্রদেশে পড়তে যাওয়া মেদিনীপুরের মেধাবী ছাত্রেরও মৃত্যু হয়েছে র‍্যাগিংয়ের  কারণে, দাবি পরিবারের। তবে প্রায় একমাস হতে চললেও কলেজ হস্টেল থেকে এখনও কোন ফোন আসেনি সৌরদীপের পরিবারের কাছে, খোঁজখবর নেয় না কেউই। তাই এবার হাইকোর্টে মামলা করে বিচার চাইতে হায়দরাবাদ যাচ্ছেন সৌরদীপের বাবা। দেখাও করেছেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারের সঙ্গে। অন্ধ্রপ্রদেশের পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ নিয়ে বললেন, যে যাদবপুরের ঘটনায় হাইলাইটস হয়েছে, তাতেই আশার আলো দেখতে পাচ্ছি।
advertisement

প্রসঙ্গত মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের চিকিৎসক অধ্যাপক সুদীপ চৌধুরীর একমাত্র ছেলে সৌরদীপ মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে এই বছরই (২০২৩) উচ্চ মাধ্যমিক পাস করার পর অন্ধ্রপ্রদেশের একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে (কে.এল বিশ্ববিদ্যালয়ে) কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (বি.টেক) নিয়ে ভর্তি হয়েছিল সৌরদীপ। গত ২৪ জুলাই তার ‘রহস্যমৃত্যু’ হয় অন্ধপ্রদেশের গুন্টুর (Guntur) জেলার বিজয়ওয়াড়া (Vijayawada)-তে থাকা কলেজ ক্যাম্পাসেই।

advertisement

আরও পড়ুন: 

১৩ তলা হস্টেলের ১১ তলা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের তরফে পরিবারকে জানানো হয়। তবে তার ছেলে র‍্যাগিংয়ের শিকার হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। সুদীপবাবু সম্প্রতি জানিয়েছেন তিনি কলকাতায় আইনজীবী দিয়ে হায়দরাবাদের হাইকোর্টে মামলা করবেন।

আরও পড়ুন:  যাদবপুরের পর দুর্গাপুর! হস্টেল থেকে উদ্ধার ছাত্রের পচা-গলা দেহ!

advertisement

কেন না তার মনে হয়েছে তার ছেলে আত্মহত্যা করেনি বরং তাকে র‍্যাগিং করে তাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। পাশাপশি তার আরও বক্তব্য, সেই দিন ওখানকার পুলিশ কোন অভিযোগই দায়ের করেনি। তাই, বিশ্ববিদ্যালয় তথা হস্টেলের কর্তৃপক্ষ এবং ওখানকার পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা করবেন।এছাড়াও তিনি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল সহ একাধিক জায়গায় অভিযোগ জানিয়েছেন। তবে সন্তানকে হারিয়ে শোকাহত বাবা, কষ্ট চেপেও ছেলের মৃত্যুর বিচার চাইতে আইনের দরজায় দরজায় ঘুরছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Student Death News: ভিনরাজ্যে হস্টেলের ১১ তলা থেকে পড়ে মৃত্যু ছাত্রের! আইনের কাছে বিচার চান বাবা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল