প্রসঙ্গত মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের চিকিৎসক অধ্যাপক সুদীপ চৌধুরীর একমাত্র ছেলে সৌরদীপ মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে এই বছরই (২০২৩) উচ্চ মাধ্যমিক পাস করার পর অন্ধ্রপ্রদেশের একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে (কে.এল বিশ্ববিদ্যালয়ে) কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (বি.টেক) নিয়ে ভর্তি হয়েছিল সৌরদীপ। গত ২৪ জুলাই তার ‘রহস্যমৃত্যু’ হয় অন্ধপ্রদেশের গুন্টুর (Guntur) জেলার বিজয়ওয়াড়া (Vijayawada)-তে থাকা কলেজ ক্যাম্পাসেই।
advertisement
আরও পড়ুন:
১৩ তলা হস্টেলের ১১ তলা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের তরফে পরিবারকে জানানো হয়। তবে তার ছেলে র্যাগিংয়ের শিকার হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। সুদীপবাবু সম্প্রতি জানিয়েছেন তিনি কলকাতায় আইনজীবী দিয়ে হায়দরাবাদের হাইকোর্টে মামলা করবেন।
আরও পড়ুন: যাদবপুরের পর দুর্গাপুর! হস্টেল থেকে উদ্ধার ছাত্রের পচা-গলা দেহ!
কেন না তার মনে হয়েছে তার ছেলে আত্মহত্যা করেনি বরং তাকে র্যাগিং করে তাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। পাশাপশি তার আরও বক্তব্য, সেই দিন ওখানকার পুলিশ কোন অভিযোগই দায়ের করেনি। তাই, বিশ্ববিদ্যালয় তথা হস্টেলের কর্তৃপক্ষ এবং ওখানকার পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা করবেন।এছাড়াও তিনি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল সহ একাধিক জায়গায় অভিযোগ জানিয়েছেন। তবে সন্তানকে হারিয়ে শোকাহত বাবা, কষ্ট চেপেও ছেলের মৃত্যুর বিচার চাইতে আইনের দরজায় দরজায় ঘুরছেন তিনি।
Ranjan Chanda