Durgapur Student Death : যাদবপুরের পর দুর্গাপুর! হস্টেল থেকে উদ্ধার ছাত্রের পচা-গলা দেহ!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Durgapur Student Death: দুর্গাপুরের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সাইন্স নিয়ে পড়ছিল ওই ছাত্র!
দুর্গাপুর : যাদবপুর কাণ্ডের রেশ কাটেনি এখনও। তার মধ্যেই আবার ছাত্রের দেহ উদ্ধার কলেজ হস্টেল থেকে। পচা গলা অবস্থায় উদ্ধার করা হল ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ। দুর্গাপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্রের দেহ উদ্ধার করা হয়েছে কলেজ হস্টেল থেকে। যে ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম সৌরভ কুমার। তিনি বিহারের ভাগলপুরের বাসিন্দা। দুর্গাপুরের ওই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশোনা করছিল ওই ছাত্র। তবে গত ২১ অগাস্টের পর তাকে আর দেখা যায়নি। তার মধ্যে উদ্ধার করা হল ছাত্রের পচা গলা দেহ।
কলেজ সূত্রে খবর, কলেজের হস্টেলের চতুর্থ তলে কিছু কাজ চলছিল। হস্টেলের চতুর্থ তলে তাই এখনও ছাত্রদের থাকার ব্যবস্থা করা হয়নি। এদিন কাজের সময়ই হস্টেলের একটি রুম থেকে দুর্গন্ধ পেয়ে সেই রুমের দরজা খোলা হয়। তখনই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে মৃত সৌরভ কুমারের দেহ।
advertisement
দেহটিতে পচন ধরে গিয়েছিল বলে সূত্রের খবর। জানা গিয়েছে, ওই ছাত্রকে গত একুশে অগাস্টের পর থেকে আর দেখা যায়নি। তারপরে কলেজ কর্তৃপক্ষ খবর দেয় ওই পড়ুয়ার অভিভাবকদের। তারা কলেজে এসে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। এরপর দুর্গাপুর এনটিপিএস থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। তার মধ্যেই ওই ছাত্রের দেহ উদ্ধার করা হয়েছে। কলেজ সূত্রে খবর, তৃতীয় বর্ষের পড়ুয়া ওই ছাত্রের বন্ধু সংখ্যা খুব কম ছিল। খুব বেশি মেলামেশা করত না কারও সঙ্গে। ক্লাস বাদ দিয়ে বেশিরভাগ সময় হস্টেলে কাটাতেন। কিন্তু কিভাবে এমন ঘটনা হল, তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
Nayan Ghosh
(DISCLAIMER: This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2023 7:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durgapur Student Death : যাদবপুরের পর দুর্গাপুর! হস্টেল থেকে উদ্ধার ছাত্রের পচা-গলা দেহ!