TRENDING:

এ কেমন শিক্ষা? প্রধান শিক্ষকের রোষ থেকে রেহাই পেলেন না খোদ ছাত্রের মা! 

Last Updated:

ছাত্র তো দূরের কথা, প্রধান শিক্ষকের রোষ থেকে রেহাই পেলেন না খোদ ছাত্রের মা! 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাটোয়া, বনোয়ারীলাল চৌধুরী: ছাত্র তো দূরের কথা, প্রধান শিক্ষকের রোষ থেকে রেহাই পেলেন না খোদ ছাত্রের মা! পূর্ব বর্ধমানের কাটোয়া ১ ব্লকের আলমপুর অঞ্চলের অর্জুনডিহি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। চতুর্থ শ্রেণির এক ছাত্রকে নিয়মিত মারধরের অভিযোগ ওঠে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সেই অভিযোগ জানতে গিয়েই এবার প্রধান শিক্ষকের হাতে মার খেলেন ছাত্রের মা সালেহা বিবি।
বিদ্যালয়
বিদ্যালয়
advertisement

জানা গিয়েছে, সালেহা বিবির ছেলে আহমেদ আলি শেখ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিন শেখ প্রায় প্রতিদিন তাকে মারধর করেন। এই নির্যাতনের কারণে সে স্কুলে যেতে অনীহা প্রকাশ করে। শুক্রবার দুপুরে ২২ শ্রাবণের অনুষ্ঠানের দিন সালেহা বিবি ছেলেকে মারধরের কারণ জানতে স্কুলে যান। অভিযোগ, তখনই প্রধান শিক্ষক তাঁকে বেধড়ক মারধর করেন। চুলের মুঠি ধরে কিল-চড়, ঘুষি মারা হয়। এমনকি গালিগালাজও করা হয় বলে অভিযোগ। বধূর ঘাড়ে সজোরে ঘুষি মারায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর ভাই মোতলেব শেখ তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান।

advertisement

আরও পড়ুন: সপ্তাহান্তে বাজার ভাসবে ইলিশে, সব রেকর্ড ভেঙে কমছে দাম! কোন ওজনের ইলিশের কত দাম? জানুন

ঘটনার পর উত্তেজনা ছড়ায় গ্রামে। শিক্ষকের এমন আচরণে হতবাক অভিভাবক মহল। মোতলেব শেখ প্রশ্ন তোলেন, একজন প্রধান শিক্ষক কীভাবে প্রকাশ্যে একজন মহিলাকে মারধর করতে পারেন? বিষয়টি নিয়ে কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সালেহা বিবি।

advertisement

আরও পড়ুন: টানা ১০ দিনকাজ হচ্ছে না ডায়মন্ড হারবার পোস্ট অফিসে, অসুবিধার সম্মুখীন গ্রাহকরা

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

এ দিকে, প্রধান শিক্ষক আলাউদ্দিন শেখ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, ওই ছাত্রের সহপাঠীর সঙ্গে ঝামেলা হয়েছিল, তাকে সামান্য বকেছিলাম। ওর মা হঠাৎ স্কুলে এসে চেঁচামেচি শুরু করেন। রাগের মাথায় হাতে থাকা লাঠি দিয়ে হালকা করে তাঁকে ‘টাচ করে’ সরিয়ে দিই। ঘটনার তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ। ঘটনায় উত্তাল অভিভাবক ও স্থানীয় মহল। শিক্ষার পরিবেশ নিয়েই উঠছে প্রশ্ন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এ কেমন শিক্ষা? প্রধান শিক্ষকের রোষ থেকে রেহাই পেলেন না খোদ ছাত্রের মা! 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল