এই এলাকাতেই পুরসভার ভ্যাট ফেলা থালে। ফলে সারাবছরই এই এলাকায় কোন জেসিবি বা বড় কোন গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জানা গিয়েছে, অন্তরা স্কুটিতে পিছনে বসেছিলেন। সঙ্গে ছিলেন জয়দীপ দে নামে বছর ১৮ এক যুবক। তিনি স্কুটি চালাচ্ছিলেন। জয়দীপের বাড়ি উদারাজপুর ঘোষপাড়া এলাকায় বলে জানা গিয়েছে। যশোর রোড ধরে যাওয়ার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ভ্যাটের গাড়ি এবং কালীপুজোর জন্য তৈরি আলোকসজ্জার গেট পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি উল্টে যায়।
advertisement
আরও পড়ুন : মদের আসরে বচসা, হাতাহাতি! ভাইকে সঙ্গে নিয়ে বন্ধুকে বেদম মা*র! প্রাণ গেল যুবকের, এলাকায় ব্যাপক চাঞ্চল্য
সেই সময় পেছন দিক থেকে আসা একটি বেসরকারি বাস অন্তরাকে পিষ্ট করে দেয় বলে অভিযোগ। কারণ অন্তরা রাস্তার ডানদিকে পরে। তড়িঘড়ি দু’জনকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা অন্তরাকে মৃত ঘোষণা করেন। জয়দীপ আহত অবস্থায় চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় রাস্তার উপরে ভ্যাটের গাড়ি থাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। এইদিনও একটি জেসিপি দাঁড়িয়ে ছিল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পাশাপাশি, কালীপুজোর আলোর গেটের কাঠামো রাস্তার একাংশ আড়াল করে রাখায় গাড়ি চালকরা সামনের রাস্তা স্পষ্ট দেখতে পাননা বহু ক্ষেত্রে। আচমকা সেই গেট সামনে এসে পরলে, পাশ কাটাতে গিয়ে হয় দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, এই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। অন্যদিকে, পুলিশের তরফে জানা গিয়েছে, গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তবে এখনও ঘাতক বাসটিকে চিহ্নিত করা যায়নি।