TRENDING:

Birbhum News: কী আছে ওই পরোটায়? দোকান খুললেই নিমেষে বিক্রি শয়ে শয়ে! পরোটা মোড়ের সামনে থিকথিকে ভিড়

Last Updated:

বিশেষ কৌশলে বানানো সেই পরোটা কিনতে সকাল থেকে ছোট গুমটি দোকানের সামনে ক্রেতাদের ভিড় থিক থিক করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: সাঁইথিয়া পোস্ট অফিস মোড় লোকের মুখে মুখে হয়ে গিয়েছে ‘পরোটা মোড়’। সৌজন্যে সুশান্তর পরোটা। বিশেষ কৌশলে বানানো সেই পরোটা কিনতে সকাল থেকে ছোট গুমটি দোকানের সামনে ক্রেতাদের ভিড় থিক থিক করে। কয়েক ঘণ্টায় উড়ে যায় ১০০ পিস পরোটা।
advertisement

প্রতিদিনই একই ছবি পোস্ট অফিস মোড়ে। সকালে লাইন দিয়ে লোকজন দাঁড়িয়ে থাকেন। শালপাতায় একধারে বিশেষ চাটনি সহযোগে পরোটা পরিবেশন করেন সুশান্ত। দু’পিস পরোটার দাম মাত্র ১৬ টাকা। সকালের দিকে অন্তত ৩০ কেজি ময়দার পরোটা বানান সুশান্ত। কী এমন আছে এই পরোটায়, যার জন্য এত আগ্রহ খদ্দেরদের।

আরও পড়ুন: গাছ থেকে পড়েই সব শেষ! কোমর থেকে পা অসাড়, হুইল চেয়ার নিয়েই ম‍্যারাথনে হাওড়ার যুবক

advertisement

সুশান্তর বক্তব্য, এক বিশেষ ধরনের ভাঁজ দিয়ে বানানো হয় এই পরোটা। যা তিনি দুর্গাপুরের এক যুবকের কাছে শিখেছিলেন। সেটাই এখন তাঁর ‘ট্রেড সিক্রেট’। সেই পরোটার স্বাদ এতই ভাল যে পাঁচজন মিলে দোকান সামলাতে হিমশিম খাওয়ার জোগাড়।

View More

সব খরচপাতি মিটিয়ে সুশান্তর মাসে গড় রোজগার ২০ হাজার টাকা ছাড়িয়ে যায়। দীর্ঘ ১৪ বছর ধরে বিশেষ ভাঁজের এই পরোটা সাঁইথিয়াবাসীকে খাইয়ে আসছেন সুশান্ত। সুশান্তর অতীত জীবনও অনুপ্রেরণা দেবে অনেককে। সংসারের অভাব ঘোচাতে যখন যা পেয়েছেন সেই কাজই করেছেন।

advertisement

তারপর তিনি স্থানীয় একটি কাপড়ের দোকানে কাজ নেন। সেই কাপড় দোকানের মালিকই ছিলেন সুশান্তর ‘ভগবান’। তিনিই সুশান্তকে টাকা দিয়ে বলেছিলেন, খাবারের দোকান করতে। যাতে তিনি সাবলম্বী হতে পারেন। কথা বলতে বলতে সুশান্তর মুখে বারবার ফিরে আসছিল ১৪ বছর আগে দোকান খোলার প্রথম দিনটি। কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েছিলেন তিনি।

বললেন, আমার জীবনে কাপড়ের দোকানের মালিক নরেন্দ্রবাবুর অবদান ভোলার নয়। নানাভাবে সাহায্য করেছেন। আর তারপর থেকে আমি লেগে থেকে ব্যবসাটা দাঁড় করিয়েছি। সংসারের খরচ সামলে পাকা বাড়ি করেছি। দোকানে কাজের জন্য চারজন কর্মী রেখেছি। নিজে হাতে পরোটার ভাঁজ বানাই। বোলপুর, বর্ধমান থেকে সাঁইথিয়ার উপর দিয়ে যাঁরা যান, প্রত্যেকেই নেমে পরোটা খেতে আসেন।

advertisement

মানুষের ভালোবাসাতে এতদিন ধরে সৎ ভাবে কাজ করে সাঁইথিয়ার বুকে পরোটা পয়েন্ট নাম কুড়োতে পেরেছে। স্থানীয় বাসিন্দা নয়ন সিংহ বলেন, দাম হাতের নাগালে। ফলে সবাই খেতে পারেন। আর সত্যিই সুশান্তর ব্যবহার ও হাতের কাজ দুইই প্রশংসাযোগ্য। তাই ভিড়ে দাঁড়িয়ে থাকতে হলেও কেউ কিছু মনে করে না। ও অনেক ছোট ব্যবসায়ীর অনুপ্রেরণা বলে মনে করি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সৌভিক রায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: কী আছে ওই পরোটায়? দোকান খুললেই নিমেষে বিক্রি শয়ে শয়ে! পরোটা মোড়ের সামনে থিকথিকে ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল