TRENDING:

Street Children Education: তারাদের খোঁজে পাঠশালা, পথ শিশুদের নিয়ে কী হচ্ছে জানেন?

Last Updated:

Street Children Education: কৃষ্ণনগরের এক স্বেচ্ছাসেবী সংগঠন গত তিন বছর ধরে অন্ধকারে লুকিয়ে থাকা এই তারাদের খোঁজে পাঠশালা গড়ে তুলেছেন। কৃষ্ণনগর বেলেডাঙা মোড়ে, রেললাইনে ধারে তৈরি হয়েছে এই পাঠশালা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: তারাদের খোঁজে পাঠশালা। যে সকল শিশুরা স্কুলে যেতে পারে না তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাই সহস্রতারার লক্ষ্য। সকলের জন্য শিক্ষা, খাদ্য, বাসস্থান জীবিকা, ধর্মাচরণ, বাকস্বাধীনতা এগুলো সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকার। এজন্য সরকারি তরফে নানান পরিষেবা চালু থাকলেও আজও বেশ বহু শৈশব স্কুলের চৌকাঠে পৌঁছতে পারেনা। উল্টে শিশু শ্রমিক হিসেবে কাজ করে তাদের দুবেলার খাবার জোগাড় করতে হয়।
advertisement

কৃষ্ণনগরের এক স্বেচ্ছাসেবী সংগঠন গত তিন বছর ধরে অন্ধকারে লুকিয়ে থাকা এই তারাদের খোঁজে পাঠশালা গড়ে তুলেছেন। কৃষ্ণনগর বেলেডাঙা মোড়ে, রেললাইনে ধারে তৈরি হয়েছে এই পাঠশালা। যে পরিবারগুলো আশ্রয়ের অভাবে রাস্তাতেই সংসার পেতেছে, তাদের পরিবারের শিশুদের নিয়ে পাঠদান করা হয় এই পাঠশালায়। এক কথায় বললে, পথশিশুদের শিক্ষার আলো দেখাচ্ছে ওই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

advertisement

আর‌ও পড়ুন: নবাবের জেলা থেকে এবারে প্রধানমন্ত্রী! হৈ হৈ কাণ্ড মুর্শিদাবাদে

সংগঠনের সদস্যরা জানান, ঐ সমস্ত বাচ্চাদের পড়াশোনার জন্য বই খাতা থেকে শুরু করে সমস্ত সরঞ্জাম সারা বছর তাঁরা দিয়ে থাকেন। শুধু তাই নয় নিয়মিত খোঁজখবর, এমনকি কখনও মাতৃ স্নেহে কোলে বসিয়ে পড়ানোরও চেষ্টা করে থাকেন। কৃষ্ণনগরের আরেকটি জায়গাতেও ঠিক এইভাবেই বেশ কিছু শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে।

advertisement

View More

স্বেচ্ছাসেবক সংগঠনটির উদ্যোগে পথ শিশুদের সপ্তাহে পাঁচ দিন পড়ানো হয়। সেই সঙ্গে তাদের পুষ্টিকর খাদ্যের সুব্যবস্থা থাকে। এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনটি সমাজ সেবামূলক আরও কাজ করে থাকে। দুঃস্থদের বস্ত্র বিতরণ সহ নানান সংস্কৃতি কর্মকাণ্ডেও তারা জড়িত।

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! দীপান্বিতা অমাবস্যায় জগন্নাথ-বড়মা মিলেমিশে একাকার
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Street Children Education: তারাদের খোঁজে পাঠশালা, পথ শিশুদের নিয়ে কী হচ্ছে জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল