কৃষ্ণনগরের এক স্বেচ্ছাসেবী সংগঠন গত তিন বছর ধরে অন্ধকারে লুকিয়ে থাকা এই তারাদের খোঁজে পাঠশালা গড়ে তুলেছেন। কৃষ্ণনগর বেলেডাঙা মোড়ে, রেললাইনে ধারে তৈরি হয়েছে এই পাঠশালা। যে পরিবারগুলো আশ্রয়ের অভাবে রাস্তাতেই সংসার পেতেছে, তাদের পরিবারের শিশুদের নিয়ে পাঠদান করা হয় এই পাঠশালায়। এক কথায় বললে, পথশিশুদের শিক্ষার আলো দেখাচ্ছে ওই স্বেচ্ছাসেবী সংগঠনটি।
advertisement
আরও পড়ুন: নবাবের জেলা থেকে এবারে প্রধানমন্ত্রী! হৈ হৈ কাণ্ড মুর্শিদাবাদে
সংগঠনের সদস্যরা জানান, ঐ সমস্ত বাচ্চাদের পড়াশোনার জন্য বই খাতা থেকে শুরু করে সমস্ত সরঞ্জাম সারা বছর তাঁরা দিয়ে থাকেন। শুধু তাই নয় নিয়মিত খোঁজখবর, এমনকি কখনও মাতৃ স্নেহে কোলে বসিয়ে পড়ানোরও চেষ্টা করে থাকেন। কৃষ্ণনগরের আরেকটি জায়গাতেও ঠিক এইভাবেই বেশ কিছু শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে।
স্বেচ্ছাসেবক সংগঠনটির উদ্যোগে পথ শিশুদের সপ্তাহে পাঁচ দিন পড়ানো হয়। সেই সঙ্গে তাদের পুষ্টিকর খাদ্যের সুব্যবস্থা থাকে। এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনটি সমাজ সেবামূলক আরও কাজ করে থাকে। দুঃস্থদের বস্ত্র বিতরণ সহ নানান সংস্কৃতি কর্মকাণ্ডেও তারা জড়িত।
মৈনাক দেবনাথ