Prime Minister: নবাবের জেলা থেকে এবারে প্রধানমন্ত্রী! হৈ হৈ কাণ্ড মুর্শিদাবাদে

Last Updated:

Prime Minister: সর্বোচ্চ ভোট প্রাপক হিসেবে এই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অর্পন মণ্ডল শিশু সংসদের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। ১৩৮ টি ভোটের মধ্যে ৪০ টি ভোট পেয়েছে সে

+
title=

মুর্শিদাবাদ: লোকসভা ভোটের প্রাক্কালে বাংলার নবাবি আমলের রাজধানী থেকে শপথ নিলেন প্রধানমন্ত্রী! মুর্শিদাবাদ জেলার বেলডাঙা চক্রের ৩০ নম্ব আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ে শিশু সংসদের সাধারণত নির্বাচন অনুষ্ঠিত হল। ইভিএমে ভোট দিয়ে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পরিবেশ মন্ত্রীদের বেছে নিল স্কুলের কচিকাঁচারা।
সর্বোচ্চ ভোট প্রাপক হিসেবে এই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অর্পন মণ্ডল শিশু সংসদের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। ১৩৮ টি ভোটের মধ্যে ৪০ টি ভোট পেয়েছে সে। ৯৬ শতাংশ ছাত্রছাত্রী এই মজার ভোটগ্রহণ প্রক্রিয়ায় অংশ নেয়। ছাত্র ও ছাত্রীদের পৃথকভাবে লাইন ছিল। এমনকি ছিল নিরাপত্তা রক্ষী থেকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিও। সংবাদ মাধ্যমের প্রতিনিধি কীভাবে ভোট পরিচালনা হচ্ছে তাও খতিয়ে দেখেন। যে কোনও রকম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছিল নিরাপত্তা রক্ষীরাও। প্রতি বছরের ন্যায় এবারও ভোটাধিকার প্রয়োগ করে শিশু সংসদের পাঁচ মন্ত্রী এবং বিদ্যালয়ের গ্রন্থগারমন্ত্রী বেছে নেওয়া হয়।
advertisement
advertisement
সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত। চতুর্থ শ্রেণির দীপ মণ্ডলের প্রতীক ছিল বল। এছাড়াও বই, মাইক্রোফোন, ঝাড়ু, গাছ, সিলিন্ডার, জলের বোতল, সাবান, টুপি, এমনকি পেন চিহ্নে লড়াই করে খুদেরা। এদিকে বন্ধুদের ভোটে প্রধানমন্ত্রী হতে ফেরে খুব খুশি অর্পণ।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Prime Minister: নবাবের জেলা থেকে এবারে প্রধানমন্ত্রী! হৈ হৈ কাণ্ড মুর্শিদাবাদে
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement