TRENDING:

Hooghly News: চেষ্টাই সার, এই শীতে নাড়া পোড়ানো আরও বাড়ল

Last Updated:

নাড়া পোড়ানোর এই ঘটনায় হুগলির বিভিন্ন এলাকার কৃষকদের দিকেই অভিযোগের আঙুল উঠছে। যদিও চাষিদের একাংশের দাবি, রাতের অন্ধকারে কে আগুন ধরিয়েছে তা তাঁদের জানা নেই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: মানুষ কিছুতেই সচেতন হচ্ছে না। বায়ু দূষণের ভয় উড়িয়ে দেদার নাড়া পোড়ানো চলছে। দফায় দফায় সচেতনতা প্রচারের পরেও হুগলিতে এবারেও নাড়া পোড়ানোর প্রবণতা রোধ করা গেল না। সপ্তাহখানেক ধরেই গোঘাট, আরামবাগ, পুরশুড়া, বলাগড়, খানাকুলের বিভিন্ন মাঠে নাড়া পোড়ানো শুরু হয়ে গিয়েছে। যন্ত্রের (কম্বাইন হার্ভেস্টার) সাহায্যে ধান কাটার পরে অবশিষ্ট খড় পুড়িয়ে জমি সাফ করা হচ্ছে। গোঘাট-২ ব্লকের সাতবেরিয়া, মুল্লক, শ্যামবাজার, বদনগঞ্জ-সহ কয়েকটি এলাকায় জমিতে নাড়া পুড়তে দেখা গেল।
নাড়া পোড়ানোর বেড়েই চলেছে
নাড়া পোড়ানোর বেড়েই চলেছে
advertisement

আরও পড়ুন: ডিউটির মধ্যেই সমাজসেবা, পুলিশ কনস্টেবলের কাজে সাধুবাদ নেটিজেনদের

নাড়া পোড়ানোর এই ঘটনায় হুগলির বিভিন্ন এলাকার কৃষকদের দিকেই অভিযোগের আঙুল উঠছে। যদিও চাষিদের একাংশের দাবি, রাতের অন্ধকারে কে আগুন ধরিয়েছে তা তাঁদের জানা নেই। তবে অনেক চাষি স্বীকারও করেছেন যে তাঁরাই মাঠ পরিষ্কার করার জন্য নাড়া পোড়াচ্ছেন। প্রচলিত আম্রপালি বা স্বর্ণমাসুরি ধান ফলতে ১৪০-১৪৫ দিন সময় লাগে। এদিকে অর্থকরী ফসল আলুর বীজ লাগানোর উপযুক্ত সময় ডিসেম্বরের প্রথম সপ্তাহ, এর মধ্যে বীজ রোপণ করতে হয়। তাই তড়িঘড়ি জমি পরিষ্কার করতে নাড়া পুড়িয়ে ফেলা ছাড়া উপায় নেই বলে চাষিদের দাবি।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন:

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

আমন ধান কাটার পরে চাষিদের অনেকেই একই জমিতে আলু চাষের জন্য নাড়া পোড়ান। কিন্তু সেই ধোঁয়ায় দূষণ ছড়ায় এলাকায়। পরিবেশ সচেতন স্থানীয় মানুষেরা কেউ কেউ বিষয়টি কৃষি দফতরের নজরেও এনেছেন। কৃষি দফতরের আধিকারিকরা জানান, বারবার এলাকায় কৃষকদের সচেতন করা হয়েছে। তার পরেও কিছু কৃষক নিজেদের স্বার্থে পরিবেশকে দূষণ করছে। বিষয়টি তাঁদের নজরে আছে, উপ‌যুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: চেষ্টাই সার, এই শীতে নাড়া পোড়ানো আরও বাড়ল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল