আরও পড়ুন: ডিউটির মধ্যেই সমাজসেবা, পুলিশ কনস্টেবলের কাজে সাধুবাদ নেটিজেনদের
নাড়া পোড়ানোর এই ঘটনায় হুগলির বিভিন্ন এলাকার কৃষকদের দিকেই অভিযোগের আঙুল উঠছে। যদিও চাষিদের একাংশের দাবি, রাতের অন্ধকারে কে আগুন ধরিয়েছে তা তাঁদের জানা নেই। তবে অনেক চাষি স্বীকারও করেছেন যে তাঁরাই মাঠ পরিষ্কার করার জন্য নাড়া পোড়াচ্ছেন। প্রচলিত আম্রপালি বা স্বর্ণমাসুরি ধান ফলতে ১৪০-১৪৫ দিন সময় লাগে। এদিকে অর্থকরী ফসল আলুর বীজ লাগানোর উপযুক্ত সময় ডিসেম্বরের প্রথম সপ্তাহ, এর মধ্যে বীজ রোপণ করতে হয়। তাই তড়িঘড়ি জমি পরিষ্কার করতে নাড়া পুড়িয়ে ফেলা ছাড়া উপায় নেই বলে চাষিদের দাবি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আমন ধান কাটার পরে চাষিদের অনেকেই একই জমিতে আলু চাষের জন্য নাড়া পোড়ান। কিন্তু সেই ধোঁয়ায় দূষণ ছড়ায় এলাকায়। পরিবেশ সচেতন স্থানীয় মানুষেরা কেউ কেউ বিষয়টি কৃষি দফতরের নজরেও এনেছেন। কৃষি দফতরের আধিকারিকরা জানান, বারবার এলাকায় কৃষকদের সচেতন করা হয়েছে। তার পরেও কিছু কৃষক নিজেদের স্বার্থে পরিবেশকে দূষণ করছে। বিষয়টি তাঁদের নজরে আছে, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
শুভজিৎ ঘোষ