Hooghly News: ডিউটির মধ্যেই সমাজসেবা, পুলিশ কনস্টেবলের কাজে সাধুবাদ নেটিজেনদের
- Reported by:RAHI HALDAR
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
সুকুমার উপাধ্যায় চন্দননগর পুলিশ কমিশনারেটের একজন কনস্টেবল। চন্দননগর পুলিশের হেড কোয়ার্টার চুঁচুড়া পুলিশ লাইনে তাঁর পোস্টিং। মাঝে মধ্যেই তাঁকে ভিআইপি'র পাইলট ডিউটিতে যেতে হয় ডানকুনিতে
হুগলি: পুলিশের মানবিক মুখ দেখা গেল ডানকুনিতে।মানসিক ভারসাম্যহীন এক ব্যাক্তিকে ঠান্ডায় কাঁপতে দেখে কিনে দিলেন কম্বল, পোশাক, খাবার। পুলিশের নামে প্রতিদিন ঝুড়িঝুড়ি অভিযোগ থাকে মানুষের। তবে সমস্ত অভিযোগের মাঝে কিছু পুলিশকর্মীর মানবিকতা শ্রদ্ধার জন্ম দেয় মনে। ঠিক তেমনই একজন পুলিশ কনস্টেবল হলেন সুকুমার উপাধ্যায়। তিনিই এই ভূমিকা পালন করেছেন।
সুকুমার উপাধ্যায় চন্দননগর পুলিশ কমিশনারেটের একজন কনস্টেবল। চন্দননগর পুলিশের হেড কোয়ার্টার চুঁচুড়া পুলিশ লাইনে তাঁর পোস্টিং। মাঝে মধ্যেই তাঁকে ভিআইপি’র পাইলট ডিউটিতে যেতে হয় ডানকুনিতে। সম্প্রতি এক ভিআইপি পাইলট গাড়ির ডিউটি করতে ডানকুনি গিয়েছিলেন। তখন রাত হয়ে গিয়েছে, ভিআইপি’র আসতে কিছুটা দেরি। ফোন করে হাওড়ার পাইলটের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। এমন সেময় ডানকুনির মাইতি পাড়া ব্রিজের কাছে দেখতে পান এক ব্যাক্তি অন্ধকারে জবুথবু হয়ে বসে আছে, ঠান্ডায় কাঁপছে। সামনে গিয়ে তাঁর নাম-ধাম জিজ্ঞাসা করলে কিছু উত্তর দেয় না। খিদে পেয়েছে কিনা জিজ্ঞেস করায় পেটে হাত দেয়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
এরপর সুকুমারবাবু তাঁর সহকর্মীদের বলেন, লোকটির হয়ত খিদে পেয়েছে। শীতের কাপরও নেই, চল বাজার থেকে কিনে আনি। পাইলট ডিউটে থাকা চারজনে টাকা তুলে তিন কিমি দূরে বাজার থেকে কম্বল, পোশাক, শুকনো খাবার ও জল কিনে এনে প্রৌঢ়কে দেন। মুখ দেখে বোঝা যায় এই আকস্মিক উপহার পেয়ে তিনি খুশি হয়েছেন। এরপর ডিউটি মেনে জাতীয় সড়ক ধরে হুটার বাজিয়ে বর্ধমানের দিকে এগিয়ে যায় সুকুমারদের পাইলট। সুকুমার উপাধ্যায় এর আগেও একাধিক ভবঘুরেকে ঘরে ফিরিয়েছেন। করোনাকালে নিজের সামর্থে মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসহায় মানুষ দেখলে সাহায্য করতে এগিয়ে যান সব সময়।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 01, 2023 10:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ডিউটির মধ্যেই সমাজসেবা, পুলিশ কনস্টেবলের কাজে সাধুবাদ নেটিজেনদের










