তবে এই সময় তারা জাল সারাই, নৌকা সারাই এর মত কাজগুলি করেন। কিন্তু ঝড় আসার আশঙ্কায় সেই কাজ বন্ধ। ফলে কাজ বন্ধ থাকায় নির্দিষ্ট দিনে ট্রলারগুলিকে প্রস্তুত করা যাবে কিনা তা নিয়ে চিন্তায় মৎস্যজীবীরা। আবহাওয়া দফতর থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: সাইকেল সারাইয়ের দোকানে বিক্রি হচ্ছিল পেট্রল, তা থেকেই অগ্নিকাণ্ড বর্ধমানে
advertisement
দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বৃষ্টিও হচ্ছে। মৎস্যজীবীরা নৌকা এবং ট্রলারগুলিকে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখছেন নদী এবং খাঁড়িতে। যাতে ঝড়ের সময় বিপদ না হয়।
আরও পড়ুন: হুড়মুড়িয়ে কমছে তারাপীঠ এর হোটেল ভাড়া!আজই চলে আসুন তারাপীঠ
এদিকে বৃষ্টি বাড়লে জাল সারানোর কাজ পুরোপুরি বন্ধ থাকবে। এরপর নির্দিষ্ট সময়ে এই জাল সারানো ও ট্রলার মেরামতি কতটা করা যাবে তা নিয়ে চিন্তায় রয়েছেন সকলেই। এখন শুধু এটাই দেখার এই প্রাকৃতিক বিপর্যয় কতটা প্রভাব ফেলে এলাকায়।