Birbhum News: রাতারাতি কমছে তারাপীঠে হোটেলের ভাড়া! হঠাৎ হলটা কী তারাপীঠে? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে সবসময় পছন্দের তালিকায় থাকে বীরভূমের তারাপীঠের মা তারার মন্দির দর্শন। বিভিন্ন সময়ে তারাপীঠের হোটেলের ভাড়া থাকে ভিন্ন ভিন্ন। কখনও ভাড়া অনেকটাই কম আবার কখনও ভাড়া অনেকটাই বেশি থাকে
বীরভূম: ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে সবসময় পছন্দের তালিকায় থাকে বীরভূমের তারাপীঠের মা তারার মন্দির দর্শন। বিভিন্ন সময়ে তারাপীঠের হোটেলের ভাড়া থাকে ভিন্ন ভিন্ন। কখনও ভাড়া অনেকটাই কম আবার কখনও ভাড়া অনেকটাই বেশি থাকে। তবে তারাপীঠে হোটেল ভাড়া হঠাৎ নিম্নমুখী। কী এমন হল তারাপীঠে?
মূলত বেশ কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহে অতিষ্ট বীরভূমের বাসিন্দারা। তবে গত তিন দিনে বিকেলের পর ভারী এবং মাঝারি বৃষ্টিপাতের ফলে রাতে কিছুটা স্বস্তির আবহাওয়া থাকলেও সকাল হতেই আবার সেই ভ্যাপসা গরম। ফলে পর্যটক শূন্য হয়ে পড়েছে তারাপীঠ। সাধারণত স্কুলে গরমের ছুটি পড়লে তারাপীঠে উপচে পড়ে পর্যটক,সেখানে তারাপীঠ মন্দিরে ভিড় নেই।
advertisement
খাঁ খাঁ করছে মন্দির চত্বর। হোটেল, রিসর্ট, লজ, সরকারি অতিথি নিবাস কার্যত জনশূন্য। নতুন করে বুকিং তো দূর, পুরনো বুকিংই বাতিলের হিড়িক পড়েছে। কয়েকদিন ধরে সূর্যের প্রখর তাপে পুড়ছে লালমাটির জেলা বীরভূম। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে।সর্বোচ্চ তাপমাত্রা ৪২ডিগ্রি সেলসিয়াস-এর কাছাকাছি। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, ফি বছর এই সময়ে ৫০-৬০ হাজার ভক্তের সমাগম হয়। কিছুদিন আগে পর্যন্ত সেই ভিড় ছিল।স্কুলগুলিতে ছুটি ঘোষণা করায় ভেবেছিলাম ভিড় বজায় থাকবে। কিন্তু দিন কয়েকের তাপপ্রবাহে পর্যটকদের আনাগোনা নেই বললেই চলে।
advertisement
advertisement
বিগত তিনদিনে বৃষ্টিপাত হলেও সকাল ৯ টা বাজতেই আবার সেই ভ্যাপসা গরম। অনেকেই হোটেল বুকিং বাতিল করেছেন। তাই মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের আর ব্যবসায়ীদের কথা চিন্তা করে তারাপীঠer হোটেলে দেওয়া হচ্ছে অতিরিক্ত ছাড়। এর আগে গ্রীষ্মেও পর্যটকরা আসতেন। দিনের বেলা পর্যটকরা হোটেলের এসি ঘরে বন্দি থাকলেও বিকেলের পর মন্দিরে পুজো দিতে আসতেন। কিন্তু দিন কয়েকের তাপপ্রবাহের কারণে পর্যটকরা আর সেভাবে আসতে চাইছেন না।
advertisement
ফলে পর্যটন ক্ষেত্রে এখন মন্দা। মাথায় হাত লজ ব্যবসায়ীদের। লজ অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল গিরি বলেন, ” গরমে লজ ব্যবসার অবস্থা বেহাল। অধিকাংশ রুম ফাঁকা। যাঁরা রুম বুক করেছিলেন, তাঁরাও বুকিং বাতিল করছেন। অন্যান্য বছর গ্রীষ্মে যত পর্যটক থাকে এবার তা নেই। তাই এবার আপনি চাইলে এই সময় চলে আসুন বীরভূমের তারাপীঠ মা তারার মন্দির।”
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2025 4:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: রাতারাতি কমছে তারাপীঠে হোটেলের ভাড়া! হঠাৎ হলটা কী তারাপীঠে? পড়ুন