বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগণার জীবনতলা থানার দেউলি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পারগাঁতি গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় নুরুল হাসান শেখের প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে একটি পাঁচ বছরের কন্যা সন্তান ছিল। তাকেই খুন করার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রী’র বিরুদ্ধে।
আরও পড়ুন: হেলমেট ছাড়াই শিশুকে নিয়ে বাইকে সুহানা সফর! মুখোমুখি সংঘর্ষে নিভল ৩ জনের জীবনপ্রদীপ, আশঙ্কাজনক ২
advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নুরুল শেখের প্রথম স্ত্রী বিবাহ বিচ্ছেদ করে চলে যান। তারপর আবারও বিয়ে করেন নুরুল হাসান। এরপর থেকেই প্রথম পক্ষের কন্যা সন্তানকে নিয়ে সমস্যা দেখা দেয়। সেই নিয়ে দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে ওই ব্যক্তির ঝামেলা চলছিল বলে প্রতিবেশীরা জানিয়েছেন। হঠাৎ করেই বুধবার রাত থেকে পাঁচ বছরের ওই শিশু কন্যা নিখোঁজ হয়ে যায়। অনেক খুঁজলেও তার সন্ধান মেলেনি।
আরও পড়ুন: ছাত্রীরা পড়া না পাড়ায় চটে গেলেন ইংরেজির স্যার! শেষে ২১ জন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করতে হল
বৃহস্পতিবার সকালে আবার চারিদিকে খোঁজ শুরু হয়। সেই সময় বাড়ির সামনের পুকুর থেকে ওই শিশুটির দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর জীবনতলা থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ মৃত শিশুটির সৎ মা’কে গ্রেফতার করে। কী কারণে ঐ শিশুটিকে হত্যা করা হয়েছে তা এখনও পুলিশের কাছে পরিষ্কার নয়। ফলে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।