তিনি বলেন , ‘‘আমরা সিদ্ধান্ত করেছি রেল হকারদের যে কেন্দ্রীয় সংগঠন তার রেজিস্ট্রেশন হয়ে গেছে তার অ্যাফিলিয়েশন দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান জেলা কমিটি আমরা গঠন করব। আই এন টি টি ইউ সির হোডিং ব্যবহার করে যে যেখানে খুশি আই এন টি টি ইউসির ঝান্ডা ব্যবহার করবেন, ব্যানার ব্যবহার করবেন, সেই দিন চলে গেছে। নির্দিষ্ট রেজিস্ট্রেশন থাকতে হবে। নির্দিষ্ট সময়ে রিটার্ন জমা দিতে হবে। এখন আর গো এজ উই লাইক চলবে না। জেলা কমিটির জেলা সভাপতি অনুমোদন নিয়ে আসতে হবে। আপনি অনুমোদন আনবেন তবে রাজ্য কমিটি নো অবজেকশন দিয়ে আপনাকে রিটার্ন জমা করার ব্যবস্থা করে দেবে। এই যে গো এজ ইউ লাইক, একজন লোক দুজন লোক কেউ জানে না। আই এন টি টি ইউ সির রাজ্য দফতর জানে না। নিজেদের মত আই এন টি টি ইউসির হোডিং লাগিয়ে ব্যানার লাগিয়ে ট্রেড ইউনিয়ন করবেন এটা হবে না। শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত রাখতে হবে।’’
advertisement
তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন হয় ট্রেড ইউনিয়ন করুন,নয় ঠিকাদারি করুন। ঠিকাদারিও করবেন আবার ট্রেড ইউনিয়নের নেতাও হবেন দুটো একসাথে হবে না। আমি পরিষ্কার করে নেতৃত্বের নির্দেশে বলছি যে, আই এন টি টি ইউ সির ঝান্ডা ব্যবহার করতে চান, আই এন টি টি ইউসির ব্যানার ব্যবহার করতে চান, রেজিস্ট্রেশন থাকতে হবে। অ্যাফিলিয়েশন থাকতে হবে। রিটার্ন জমা দিতে হবে। গো অ্যাজ ইউ লাইক এর মতন যা খুশি তাই করে যাবেন আর তা বরদাস্ত করা হবে না। জেলার অনুমোদন না থাকলে কোনও আই এন টি টি ইউ সি ইউনিয়নকে রাজ্য অনুমোদন দেবে না।’’
Saradindu Ghosh