TRENDING:

রাজ্যের বানভাসী এলাকা পরিদর্শন মলয় ঘটকের, DVC-র জল ছাড়াতেই এই পরিস্থিতি, দাবি মন্ত্রীর

Last Updated:

সম্প্রতি ভারী বৃষ্টিতে বাঁকুড়া সহ পশ্চিমের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়। জয়পণ্ডা নদীর জল ঢুকে এবং বৃষ্টির জল জমে ক্ষতিগ্রস্থ হয় বাঁকুড়ার তালডাংরা ব্লকের বিস্তীর্ণ এলাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: বন্যা কবলিত এলাকা ঘুরে দেখে রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ঘুরিয়ে  ডিভিসির বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুললেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক৷ শনিবার বাঁকুড়ার তালডাংরা ব্লকে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে তাঁর দাবি পশ্চিমাঞ্চলের নদীগুলি একে অপরের সঙ্গে যুক্ত। তাই ডিভিসি জল ছাড়লেই এমন বন্যা পরিস্থিতির তৈরি হয়।
News18
News18
advertisement

সম্প্রতি ভারী বৃষ্টিতে বাঁকুড়া সহ পশ্চিমের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়। জয়পণ্ডা নদীর জল ঢুকে এবং বৃষ্টির জল জমে ক্ষতিগ্রস্থ হয় বাঁকুড়ার তালডাংরা ব্লকের বিস্তীর্ণ এলাকা। বাঁকুড়ার সাংসদ অরুপ চক্রবর্তী ও রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে সঙ্গে নিয়ে তালডাংরা ব্লকের ক্ষতিগ্রস্থ পাঁচমুড়া এলাকায় যান মন্ত্রী মলয় ঘটক। সেখানে একটি ত্রাণ শিবির পরিদর্শন করে দূর্গতদের হাতে ত্রাণের টোকেন তুলে দেন। পরে তিনি বলেন, “আগের বাম সরকারের আমলে বন্যা পরিস্থিতি তৈরি হলে মানুষকে গাছের উপরে উঠে থাকতে হত। এখন সেই পরিস্থিতি নেই। রাজ্য সরকার দূর্গতদের শুধু ত্রাণ শিবিরে আশ্রয় দিয়েই দায় সারেনি সবরকমভাবে দূর্গতদের পাশে রয়েছে। ফের ভারী বৃষ্টি বা বন্যা পরিস্থিতি তৈরি হলেও তারজন্য প্রশাসন ও রাজ্য সরকার প্রস্তুত আছে”।

advertisement

আরও পড়ুন Businessman Kidnap: “আমার বরকে বাঁচান,” পুলিশকে ফোন করে কাতর আর্জি স্ত্রীর, ঘটনা শুনলে গায়ে কাঁটা দেবে!

এরপরই মন্ত্রী এ রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য ডিভিসির বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন, ” তাঁর যুক্তি নদী বা খালের নাব্যতা কমে আসা বা অন্য কোনও কারণ নয়, পার্শ্ববর্তী রাজ্যে ঝাড়খন্ডের জলাধার গুলি থেকে ডিভিসি জল ছেড়ে দেওয়ার ফলেই এমন বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে”। তাঁর যুক্তি দক্ষিণবঙ্গর নদীগুলি একে অপরের সঙ্গে যুক্ত। তাই ডিভিসির জলাধারগুলি থেকে জল ছাড়া হলে তা ওভারফ্লো করে এই নদীগুলিতে চলে এসে বন্যা পরিস্থিতি তৈরি করছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

প্রিয়ব্রত গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাজ্যের বানভাসী এলাকা পরিদর্শন মলয় ঘটকের, DVC-র জল ছাড়াতেই এই পরিস্থিতি, দাবি মন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল