TRENDING:

Hooghly News: পুজোর আগে বাজি প্রস্তুতকারকদের জন্য বড় সুখবর, হাসি বাজি শিল্পীদের মুখে

Last Updated:

State government give permission to make green crackers ahead of Durga Puja 2023 Diwali 2023: গ্রিনবাজি তৈরি এবং বিক্রির জন্য এবার থেকে অনলাইনে আবেদন করতে হবে। প্রশাসনের অনুমোদন পেলেই তৈরি করা যাবে এবং বিক্রি। পুজোর আগেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আরামবাগ: কয়েক বছর আগে আরামবাগ মহকুমায় বাজি তৈরির রমরমা ছিল বেশ কয়েকটি জায়গায়। কিন্তু পুলিশের ধরপাকড় থেকে শুরু করে মামলা ও আইনি জটিলতায় বাজি তৈরি এখন অতীত। কিন্তু গ্রিনবাজি তৈরি এবং বিক্রি করার জন্য রাজ্য সরকার লাইসেন্স দেওয়ার ঘোষণা করার পরেই বহু বেকার বাজিশিল্পির মুখে হাসি ফুটেছে।
advertisement

মহকুমার নদী বাঁধ এলাকার মানুষজন, বিশেষ করে মুণ্ডেশ্বরী এবং দ্বারকেশ্বর নদীর বাঁধ সংলগ্ন এলাকায় বাজি তৈরি হত। টিনের চাল এবং মাটির বাড়িতে চলতো গোপনে বাজি তৈরি। বর্তমানে সেগুলি পরিত্যক্ত বাড়িতে পরিণত হয়েছে। জানা গিয়েছে গ্রিনবাজি তৈরি এবং বিক্রির জন্য এবার থেকে অনলাইনে আবেদন করতে হবে। প্রশাসনের অনুমোদন পেলেই তৈরি করা ও বিক্রি করা যাবে। পুজোর আগেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।

advertisement

উল্লেখ্য, সামনেই দুর্গাপুজো। যতত্ত্র জায়গায় এবার থেকে বাজি তৈরি করা যাবে না। প্রশাসন বাজি বিক্রি করার জন্য যে জায়গা চিহ্নতি করে দেবে সেখানেই বাজি তৈরি করতে হবে। নির্দেশ অমান্য করলে করা পদক্ষেপ নেওয়া হবে। এই মহকুমার মধ্যে খানাকুলের নতিপুর, চিংড়া, গনেশপুর, গোঘাটের বালি, মান্দারণ, পশ্চিমপাড়া, দামোদরপুর, সহ বেশ কয়েকটি জায়গায় বাজি তৈরি হত। বর্তমানে হাতে গোনা কয়েকটি জায়গায় গ্রিন বাজি তৈরি করা হয়। রাজ্য সরকারের এই উদ্যোগকে খুশি বাজি শিল্পীরা।

advertisement

আরও পড়ুনঃ ICC World Cup 2023: বিশ্বকাপে রোহিত শর্মা গড়তে পারেন ৫ মহারেকর্ড, ভাঙতে পারে সচিনের নজির

এই বিষয়ে বাজি শিল্পীরা জানান, বেশ কিছু এলাকায় বাজি তৈরি করা হলেও আইনিভাবে বন্ধ করা হয়েছিল। তারপর থেকেই প্রায় ৭০ থেকে ৮০টি পরিবার দিশেহারা হয়ে পড়েছিল। এমত অবস্থায় বহুদিন বাজি তৈরি এবং বিক্রি একেবারেই ছিল না। সামনে পুজোর আগেই রাজ্য সরকার গ্রিন বাজিতে ছাড়পত্র দেওয়ার ফলে অনেকেই রোজগারের পথ দেখবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: পুজোর আগে বাজি প্রস্তুতকারকদের জন্য বড় সুখবর, হাসি বাজি শিল্পীদের মুখে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল