TRENDING:

BJP: ‘ঘরে ঘরে আমন্ত্রণপত্র', দরজায় দরজায় সশরীরে সুকান্ত! মোদির সভার আগে তোড়জোড় বিজেপিতে, ‘লোক হবে না তাই...’ কটাক্ষ তৃণমূলের

Last Updated:

BJP: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৮ জুলাইয়ের দুর্গাপুর সফরকে ঘিরে শেষ মুহূর্তের তোড়জোড় তুঙ্গে রাজ্য বিজেপির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৮ জুলাইয়ের দুর্গাপুর সফরকে ঘিরে শেষ মুহূর্তের তোড়জোড় তুঙ্গে রাজ্য বিজেপির। মানুষের কাছে প্রধানমন্ত্রীর সভার বার্তা পৌঁছে দিতে বিজেপি নেতৃত্বকে এখন হাতিয়ার করতে হচ্ছে ‘ঘরে ঘরে আমন্ত্রণপত্র’ বিলির পন্থা। লক্ষ্য একটাই- আগামী শুক্রবারের সভায় সাধারণ মানুষকে টেনে আনা। পাশাপাশি দুর্গাপুরবাসীর বাড়িতে গিয়েও আমন্ত্রণ জানাবেন প্রাক্তন বিজেপি রাজ‍্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
‘ঘরে ঘরে আমন্ত্রণপত্র', দরজায় দরজায় সশরীরে সুকান্ত! মোদির সভার আগে তোড়জোড় বিজেপিতে, ‘লোক হবে না তাই...’ কটাক্ষ তৃণমূলের
‘ঘরে ঘরে আমন্ত্রণপত্র', দরজায় দরজায় সশরীরে সুকান্ত! মোদির সভার আগে তোড়জোড় বিজেপিতে, ‘লোক হবে না তাই...’ কটাক্ষ তৃণমূলের
advertisement

শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা দুর্গাপুরে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগামীকাল প্রধানমন্ত্রীর সভার কয়েক ঘণ্টা আগে দরজায়-দরজায় ঘুরবেন সুকান্ত মজুমদার।তিনি সশরীরে দুর্গাপুরবাসীর কাছে পৌঁছাবেন।

আরও পড়ুন: জিভের রং হলুদ, জিভের ডগা লাল…জিভে এই কয়েকটি রং দেখলেই সাবধান! দেহের কোন অঙ্গে সমস‍্যা? বাসা বেঁধেছে কোন রোগ? জিভ দেখে বুঝে নিন শরীরের হাল

advertisement

শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বেনাচিতি এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষকে প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার জন্য সুকান্ত আমন্ত্রণ জানাবেন। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বৃহস্পতিবার বেলা ২টো নাগাদ পৌঁছেছেন দুর্গাপুর। বৃহস্পতিবার অর্থাৎ আজ সন্ধ্যায় একেবারে শেষ মুহুর্তে তিনিও পৌঁছবেন দুর্গাপুরবাসীর কাছে আমন্ত্রণপত্র নিয়ে।

সভার প্রস্তুতি পর্বের তত্ত্বাবধানে জগন্নাথ চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, সৌমেন্দু অধিকারী, জ্যোতির্ময় মাহাতোরা সপ্তাহখানেক আগে থেকেই দুর্গাপুর যাতায়াত শুরু করেছিলেন। দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলও গত এক সপ্তাহে দুর্গাপুরে একাধিক বৈঠক সেরেছেন।

advertisement

আরও পড়ুন: ১০০ বছর পর শ্রাবণের শিবরাত্রিতে গজকেশরী রাজযোগ! ৪ রাশির বৃহস্পতি তুঙ্গে, হাতে টাকার বৃষ্টি, চাকরিতে প্রোমোশন পাকা

সেরা ভিডিও

আরও দেখুন
বেড়ার জালে ছটফট করছে দু'টো হলুদ চোখ! এমন ভয়ানক ঘটনায় এলাকায় আতঙ্ক
আরও দেখুন

তবে এবিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল। লোক হবে না জেনে জমায়েত টানার জন্যই শেষ মুহূর্তে এধরনের কাণ্ড বলেই কটাক্ষ তৃণমূলের। তবে বিজেপির বক্তব্য দলীয়ভাবে সেভাবে মিটিং মিছিল, পথসভা করা যায়নি। তাই বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর সভায় জন্যে আমন্ত্রণপত্র বিলি বিজেপির। বিধায়ক লক্ষণ ঘোড়ুইকে নিয়ে কার্ড বিলিতে ব‍্যস্ত বিজেপির রাজ্য সম্পাদক লকেট চট্টোপাধ্যায় থেকে সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য সকলেই।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
BJP: ‘ঘরে ঘরে আমন্ত্রণপত্র', দরজায় দরজায় সশরীরে সুকান্ত! মোদির সভার আগে তোড়জোড় বিজেপিতে, ‘লোক হবে না তাই...’ কটাক্ষ তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল