Tongue: জিভের রং হলুদ, জিভের ডগা লাল...জিভে এই কয়েকটি রং দেখলেই সাবধান! দেহের কোন অঙ্গে সমস্যা? বাসা বেঁধেছে কোন রোগ? জিভ দেখে বুঝে নিন শরীরের হাল
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Health warning signs in tongue: দেহের মধ্যে চলতে থাকা শারীরিক সমস্যার লক্ষণ ফুটে ওঠে জিভে। জিভের রং-সহ অন্যান্য বিভিন্ন পরিবর্তন দেখে বোঝা যায় শরীরের মধ্যে কোন অঙ্গে বা কী ধরণের সমস্যা চলছে।
advertisement
দেহের মধ‍্যে চলতে থাকা শারীরিক সমস‍্যার লক্ষণ ফুটে ওঠে জিভে। জিভের রং-সহ অন‍্যান‍্য বিভিন্ন পরিবর্তন দেখে বোঝা যায় শরীরের মধ‍্যে কোন অঙ্গে বা কী ধরণের সমস‍্যা চলছে। জিভের রহস‍্য খানিক জেনে নিলে, নিজের জিভ ভাল করে দেখে নিজেই বুঝতে পারবেন শরীরে বাসা বেঁধেছে কোনও সমস‍্যা, নাকি সুস্থ রয়েছে শরীর।
advertisement
advertisement
advertisement
হলুদ জিভ (Yellow Tongue): নিউট্রিশনিস্ট শ্বেতা শাহ জানালেন যদি জিভ হলুদ রঙের দেখায়, তাহলে এটি শরীরে পিত্ত দোষ বাড়ার, এসিডিটি বা বাইল জুসের অসামঞ্জস্যতার সংকেত হতে পারে। এই অবস্থায় প্রতিবার খাবার খাওয়ার পর ৫ তুলসির পাতা এবং ১ এলাচ চিবানো উপকারী হয়। এটি পিত্তকে শান্ত করে এবং হজমে সাহায্য করে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement